Thursday, May 14, 2015

তিন দিনেও শনাক্ত হয়নি অনন্ত দাশের হত্যাকারীরা:আরটিএনএন

তিন দিনেও শনাক্ত হয়নি অনন্ত দাশের হত্যাকারীরা নিউজ ডেস্ক আরটিএনএন ঢাকা: সিলেটের ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যার অপরাধীদের তিন দিনেও চিহ্নিত করতে পারেনি পুলিশ। সিলেট বিমানবন্দর থানার ওসি গৌসুল হোসেন বলেন, ‘আমরা এখনো সন্দেহের মধ্যেই আছি। কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারিনি। হত্যাকারীরা ছিল মুখোশধারী। তাই তাদের কোনো প্রত্যক্ষদর্শীর পক্ষে শনাক্ত করা সম্ভব হচ্ছে না।’ তবে সিলেট বিমানবন্দর থানায় তার ভ
াই অজ্ঞাত চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। প্রাথমিকভাবে সন্দেহের তালিকায় রয়েছে ধর্মীয় উগ্রবাদীরাই। মামলার এজাহারে বলা হয়, ‘উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর চারজন মুখোশধারী অনন্তকে হত্যা করেছে।’ এজাহারে বলা হয়, ‘তিনি ব্যাংকে চাকরি করার পাশাপাশি লেখালেখি করতেন৷ একজন প্রগতিশীল চিন্তাধারার লোক ছিলেন অনন্ত। বিভিন্ন ব্লগে লেখালেখির মাধ্যমে মুক্তবুদ্ধির চর্চা করতেন। আর এ কারণেই কোনো উগ্র ধর্মান্ধ গোষ্ঠী তাকে খুন করতে পারে বলে এজাহারে সন্দেহ করা হয়েছে। এদিকে অনন্ত দাশের বাসা পরিদর্শন করেছেন মহানগর পুলিশের কমিশনার কামরুল আহসান। পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘মামলা হওয়ার পর আসামি শনাক্ত করার কাজ চলছে৷ এ কাজে যত ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন, তার সবই নেওয়া হয়েছে।’ সিলেট গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু বলেন, ‘সিলেট বিমানবন্দর পুলিশ আসলে এই মামলার তদন্তের কিছুই করছে না। তারা বলছে, এই মামলার তদন্তের জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা দরকার৷ তাই তারা এই মামলার তদন্ত করতে চাইছে না।’ তিনি বলেন, ‘আমরা দেখেছি কোনো অপরাধ হলে পুলিশ প্রযুক্তি ব্যবহার করে তাদের অল্প সময়ের মধ্যে ধরে ফেলে৷ কিন্তু এই মামলার ক্ষেত্রে শুরুতেই তাদের অনীহা বিস্ময়কর।’ দেবাশীষ বলেন, ‘অনন্ত হত্যাকাণ্ড পুরো সিলেটবাসী কোনোভাবেই মেনে নিতে পারছেন না৷ পুলিশের ভূমিকায় তারা ক্ষুব্ধ হয়ে উঠছেন। আমরা এর প্রতিবাদে শুক্রবার বিকেলে সিলেটে সংহতি সমাবেশ করব।’ অনন্ত বিজয় দাশের ভগ্নিপতি সমর বিজয় সি শেখর ডয়চে ভেলেকে বলেন, ‘আমরা এখনো অন্ধকারে আছি। আমরা সন্দেহ করছি যে, ধর্মীয় উগ্রবাদীরা অনন্তকে হত্যা করেছে। কিন্তু পুলিশ এখনও কাউকে চিহ্নিত বা আটক করতে পারেনি।’ তিনি জানান, ‘গত তিনদিনে পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা বাসায় এসেছেন৷ কিন্তু তারা তদন্তের অগ্রগতি নিয়ে কিছু জানাননি। তারা আমাদের শুধুমাত্র শান্তনা আর আশ্বাস দিয়েছেন। পুলিশ কমিশনার কামরুল আহসান আমাদের বলেছেন যে, তারা চেষ্টা করছেন অপরাধীদের শনাক্ত এবং আটক করতে।’ সমর বিজয় সি শেখর বলেন, ‘আমরা চাই দ্রুত যেন আসামিরা ধরা পড়ে। মামলা যেন হিমঘরে চলে না যায়।’ সিলেট নগরের সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকায় মঙ্গলবার নিজ বাসার অদূরে ব্লগার অনন্তকে কুপিয়ে হত্যা করে মুখোশধারী চার যুবক। মামলার বাদি অনন্ত দাসের ভাই রতেশ্বর দাস বলেন, ‘ব্যক্তিগত ও পেশাগত জীবনে অনন্তের কোনো শত্রু  নেই৷ এর আগে ব্লগারদের ওপর যেভাবে আক্রমণ হয়েছে, সেভাবেই অনন্তকে হত্যা করা হয়েছে। এ কারণেই আমার সন্দেহ স্বাধীন ও মুক্তমতের চর্চা করার জন্যই পরিকল্পিতভাবে উগ্রবাদীরা তাকে হত্যা করেছে।’ সূত্র: ডয়চে ভেলে মন্তব্য আরটিএনএন ডেস্কঢাকা: ভারতের মেঘালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সন্ধান পাওয়ার পর তার রহস্যময় নিখোঁজ এবং এক . . . বিস্তারিত নিজস্ব প্রতিবেদকআরটিএনএনঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পুকুরে ডুবে মাহফুজ হায়দারি ওরফে রাহি (২১) নামে ফজলুল . . . বিস্তারিত            

No comments:

Post a Comment