
েক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে মৃত্যুদণ্ড ঘোষণার দিনই এ হামলার ঘটনা ঘটল। এদিন মিশরের রাজধানী কায়রোর একটি অপরাধ আদালতে (ক্রিমিনাল কোর্ট) কারাগার ভাঙা ও গুপ্তচরবৃত্তির দায়ে মুরসিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ মামলায় মুরসির দল নিষিদ্ধঘোষিত মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ এল-বালত্যাগী ও খায়রাত এল-শাতারসহ ১৬ জনকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। এখন মতামত চাইতে এ রায় দেশের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃত্বধারী গ্র্যান্ড মুফতির কাছে পাঠানো হবে বলে জানা গেছে। তিনি রায়ের বিষয়ে মতামতের পাশাপাশি রাষ্ট্রের করণীয় সম্পর্কে পরামর্শ দেবেন। তার পরামর্শের পর আগামী ২ জুন মামলার চূড়ান্ত দণ্ড ঘোষণা করা হবে। এসএইচ
No comments:
Post a Comment