Monday, May 11, 2015

মুজাহিদের আপিল শুনানি হচ্ছে না আজ:আরটিএনএন

মুজাহিদের আপিল শুনানি হচ্ছে না আজ নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিল শুনানি হচ্ছে না আজ। সোমবার মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় থাকলেও বেঞ্চের একজন বিচারপতি অসুস্থ থাকায় শুনানি আজকের মতো মুলতবি রাখা হয়েছে। মুজাহিদের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, মামলাটি শুনানির জন্য আজকের কার্যত
ালিকায় ছিল। আমরা আইনজীবীরাও উপস্থিত ছিলাম। কিন্তু মামলা শোনার জন্য নির্ধারিত বেঞ্চের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী অসুস্থ থাকায় মামলাটির শুনানি অনুষ্ঠিত হচ্ছে না আজ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চে মামলাটি শুনানির জন্য নির্ধারণ করা হয়। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আদালত সপ্তাহে তিন দিন এ মামলায় আপিলের শুনানির জন্য নির্ধারণ করে দিয়েছেন। সে হিসেবে আজ সোমবার শুনানি হওয়ার কথা ছিল। এর আগে গত বুধবার চতুর্থ দিনের মতো শুনানি অনুষ্ঠিত হয়েছিল। ২০১৩ সালের ১৭ জুলাই জামায়াত সেক্রেটারিকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল-২। রায়ের বিরুদ্ধে মুজাহিদের পক্ষে আপিল আবেদন করা হয়েছে। আপিল বিভাগে এ মামলা বিচারাধীন রয়েছে। মন্তব্য      

No comments:

Post a Comment