পাকিস্তানে পাহাড়ের মালিকানা নিয়ে সংঘর্ষে নিহত ৪৮ ইন্টারন্যাশনাল ডেস্ক টাইম নিউজ বিডি, ১১ মে, ২০১৫ ১১:৩৮:১২ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে দুই আদিবাসী জাতিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নিহত হয়েছে অন্তত পক্ষে ৪৮ জন। দেশটির আফগান সীমান্তের কাছে অবস্থিত একটি পাহাড়ের মালিকানা নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষ বাধে। পাক্তিানের কেন্দ্রশাসিত অঞ্চল উত্তর ওয়াজিরিস্থান এজেন্সির মাদা খেল ও পিপালি কাবুল খেলের মধ্যে যোগাযোগের
জন্য বিরোধপূর্ণ পাহাড়টি খুবই গুরুত্বপূর্ণ। তিন বছর ধরে দুই জাতিগোষ্ঠীর মধ্যে পাহাড়টি নিয়ে বিরোধ চলছে। এক্সপ্রেস নিউজের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া অনলাইনে বলা হয়েছে, ডাটা খেলে দুই জাতিগোষ্ঠী সংঘর্ষের সময় ভারি ও হালকা অস্ত্র ব্যবহার করে। শুক্রবার থেকে শুরু হওয়া এই সংঘর্ষে এরই মধ্যে ৪৭ জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। গুরুতর আহত হয়েছে ২৫ জন। এদিকে উত্তর ওয়াজিরিস্তানের আদিবাসী গোষ্ঠীগুলোর প্রবীণ নেতারা দুই গোষ্ঠীর মধ্যে সমঝোতা স্থাপনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাকিস্তান ও আফগানিস্তানে এই ইস্যুতে কয়েক দফা বৈঠক হয়েছে। সংঘর্ষের স্থায়ীত্বের কারণে প্রাণ যাওয়ার ভয়ে বেশ কয়েকটি পরিবার এরই মধ্যে আফগানিস্তানে চলে গেছে। সংঘর্ষ না থামলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। এআর
No comments:
Post a Comment