দমন-পীড়নে উগ্রপন্থার উত্থান হলে দায় সরকারের: মওদুদ নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: গণতান্ত্রিক শক্তিকে দমন-পীড়ন চালিয়ে দুর্বল করার ফলে উগ্রপন্থার উত্থান হলে তার দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শনিবার বিকেলে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে গিয়ে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর বিএ
নপির উদ্যোগে শবে মেরাজ এবং বিএনপির প্রয়াত সহ-সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুর স্মরণে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিএনপিকে রাজনীতি থেকে বঞ্চিত করা হচ্ছে অভিযোগ করে ব্যারিস্টার মওদুদ বলেন, সব গণতান্ত্রিক শক্তির ভূমিকা রাখার সুযোগ করে দেয়া সরকারের দায়িত্ব। অন্যথায় উগ্রপন্থীদের আবির্ভাব হলে এর দায় সরকারকে নিতে হবে। তিনি বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক, উদার-মধ্যপন্থি রাজনৈতিক দল। আমাদের দল নিজেদেরকে গণতান্ত্রিক শক্তি বলে দাবি করে। আজ রাজনৈতিক প্রেক্ষাপটে দেখা যাচ্ছে, গণতান্ত্রিক শক্তির দলগুলোর সভা-সমাবেশের কর্মসূচিসহ গণতান্ত্রিক কর্মকাণ্ড স্তম্ভিত করে দেওয়া হচ্ছে। এটা শুভ কিছু বয়ে আনতে না।’ দেশে গণতান্ত্রিক পরিবেশ নেই উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘গণতান্ত্রিক শক্তিকে দুর্বল করা হলে দেশে নাশকতা, জঙ্গিবাদ ও উগ্রপন্থির উত্থান হতে বাধ্য। তাই সরকারের দায়িত্ব দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা।’ গত ৩ এপ্রিল রাজশাহী কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া নাসির উদ্দিন আহমেদ পিন্টুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, ‘তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।’ কারাগারে পিন্টুর মৃত্যুর রহস্য নিয়ে জনমনের প্রশ্ন রয়েছে মন্তব্য করে ব্যারিস্টার মওদুদ বলেন, ‘তার মৃত্যু নিয়ে নানা প্রশ্ন রয়েছে, রহস্যের সৃষ্টি করেছে। সরকারের উচিত হবে, নিজেদের স্বার্থে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে জনমনে সৃষ্ট নানা প্রশ্নের নিরসন করা।’ দোয়া মাহফিলে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, মহানগর সদস্য সচিব হাবিব-উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন, হাফেজ আবদুল মালেক, শাহ মো. নেছারুল হক প্রমুখ অংশ নেন। মন্তব্য
No comments:
Post a Comment