ভাসমান অভিবাসীদের জন্য একটু আশার আলো আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন ঢাকা: আন্দামান সাগরে ভাসমান বাংলাদেশি ও রোহিঙ্গাদের পথ যখন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো রুদ্ধ করে দিয়েছে, তখন এই প্রথমবারের মতো সহায়তায় এগিয়ে আসার ইঙ্গিত দিয়েছে ফিলিপাইন। দেশটি জানিয়েছে, সাগরে ভাসমান হাজার হাজার অভিবাসীকে বাঁচাতে তারা প্রস্তুত আছে। এক খবরে মঙ্গলবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। ফিলিপাইনের উপকূলের আসা ভাসমান অভি
বাসীদের পুশব্যাক পদ্ধিতে ফেরত পাঠানো হবে- স্থানীয় গণমাধ্যমে এমন একটি সংবাদ প্রচারের প্রতিবাদ করে ম্যানিলার তরফ থেকে বলা হয়েছে, ১৯৭০ সালেও ভিয়েতনাম থেকে পালিয়ে আসা মানুষদের প্রতিও আমরা মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলাম। জাতিসংঘের কনভেনশন অনুযায়ী এখনো মানুষের জীবন বাঁচাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া উচিত। দেশটির প্রেসিডেন্ট বেনিগনো আকিনোর মুখপাত্র হারমিনো কলোমা এমন বিবৃতিতে ভাসমান অভিবাসীদের জন্য কিছুটা হলেও আশার আলো দেখা দিয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার এক মুখপাত্র বলেন, এটা অবশ্যই ভাসমান অভিবাসীদের জন্য আশাবাদী খবর। সেই সাথে আমরাও আশা করি, এই অঞ্চলে অবস্থিত দেশগুলো ফিলিপাইনের কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে তাদের ‘অভিবাসী খেলা’র ইতি টানবে। এদিকে এসব অভিবাসীকে বাঁচাতে আন্দামান সাগরের উপকূলীয় দেশগুলোর কাছে জাতিসংঘের তরফ থেকে বার বার আহ্বান জানানো হচ্ছে। প্রসঙ্গত, গত সপ্তাহে ইন্দোনেশিয়ার স্থানীয়রা আচেহ উপকূল থেকে কমপক্ষে ৭০০ বাংলাদেশি ও রোহিঙ্গাকে উদ্ধার করে ক্যাম্পে এনেছে। বর্তমানে এদের সংখ্যা অন্তত ১৫০০ জন। এছাড়া মালয়েশিয়াতেও হাজার খানেক লোক আশ্রয় নিয়েছেন। এখনো কয়েক হাজার মানুষ নৌকায় ভেসে আছেন বলে ধারণা করা হচ্ছে। মন্তব্য
No comments:
Post a Comment