Tuesday, May 19, 2015

খালেদা-তারেককে পদত্যাগের অনুরোধ হানিফের:আরটিএনএন

খালেদা-তারেককে পদত্যাগের অনুরোধ হানিফের নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: বিএনপিকে বাঁচাতে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে রাজনীতি থেকে পদত্যাগ করার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় এ অনুরোধ করেন। হানিফ বলেন, ‘
বিএনপি এখন হতাশাগ্রস্ত দলে পরিণত হয়েছে। তাদের আর রাজনৈতিক ভবিষ্যৎ আছে বলে আমার মনে হয় না। এ থেকে দলটিকে বাঁচানোর একটিই পথ, তাহলো- খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের পদত্যাগ।’ বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশ, জনগণ এবং সুষ্ঠু রাজনীতির স্বার্থে আপনারা আপনাদের নেত্রীকে বর্জন করুন। তা না হলে জনগণ আপনাদেরকে বর্জন করতে বাধ্য হবে।’ আওয়ামী লীগের এই নেতা সুশীল সমাজের কড়া সমলোচনা করেন। বলেন, ‘আমাদের দেশে কতিপয় সুশীল নামধারী লোক আছেন, সরকারের কোনো উন্নয়ন তাদের চোখে পড়ে না।’ তিনি বলেন, ‘এসব সুশীলরা একাত্তরের পরাজিত শক্তির দোসর। তাদের কাজ হলো সরকারের প্রতিটি জায়গায় ভুল খুঁজে বেড়ানো।’ হানিফ বলেন, ‘টিআইবি বলেছে- সিটি নির্বাচন ত্রুটিপূর্ণ ছিল। সুষ্ঠু হয়নি। কিন্তু কোথায় ত্রুটি ছিল আপনারা তা দেখাতে পারেননি। তথ্য-প্রমাণ থাকলে সেইসব ত্রুটি দেখান।’ তিন সিটির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে দাবি করে তিনি বলেন, ‘নির্বাচনে প্রত্যেক প্রার্থী নির্বিঘ্নে ভোট চাইতে পেরেছেন। এই নির্বাচন সুষ্ঠু না হলে বিএনপি-জামায়াতের কাউন্সিলর প্রার্থীরা বিজয়ী হতে পারতেন না।’ এ সময় বর্তমান সরকারের আমলে গণতন্ত্র রক্ষা, সমুদ্র বিজয়, মুজিব-ইন্দিরা সীমান্ত চুক্তি বাস্তবায়নে সাফল্যের জন্য আগামী ২৯ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সংবর্ধনা দেয়া হবে বলে জানান ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, সালাহ উদ্দিনকে খালেদা জিয়া মেঘালয়ে পাঠিয়ে দিয়ে সরকার সম্পর্কে অনেক খারাপ কথা বলেছেন। সালাহ উদ্দিন উদ্ধারের পর তার মুখ বন্ধ হয়ে গেছে। আয়োজক সংগঠনের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কে এম আযম খসরু প্রমুখ। মন্তব্য      

No comments:

Post a Comment