Tuesday, May 12, 2015

ভূমিকম্পে নেপাল-ভারতে নিহত ৩২:আরটিএনএন

ফের ভূমিকম্পে নেপাল-ভারতে নিহত ৩২ নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: বাংলাদেশ-ভারত ও নেপালে অনুভূত মঙ্গলবার দুপুরের ভূমিকম্পে নেপালে অন্তত ২৯ জন এবং ভারতে তিনজন নিহতের খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এছাড়া এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। প্রথমবার মঙ্গলবার দুপুর ১টা ৫ মিনিটে ভূমিকম্পন অনুভূত হয়। বেশ কিছুক্ষণ ধরে চলা ভূমিকম্পের সময় বিভিন্ন ভবন দুলে ওঠে। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ভবনে
র বাইরে বেরিয়ে আসেন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৮২ কিলোমিটার পূর্বে। উৎপত্তিস্থলে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৪ এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। এর আধা ঘণ্টা পর দুপুর ১ টা ৩৬ মিনিটে আবার ৬.৯ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল নেপালের রামছাপ থেকে ৩৩ কিলোমিটার উত্তর-পূর্বে। এছাড়া নেপালে আজ আরো দুদফা ভূমিকম্প অনুভূত হয়। সেখানে এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর এবং বেশ কয়েকটি ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পে ভারতের বিভিন্ন স্থানও কেঁপে উঠে বলে জানায় এনডিটিভি। ভারতের বিহার রাজ্যে একটি গ্রামে তিনজন মারা গেছেন বলে জানিয়েছে সিএনএন। সম্প্রতি বাংলাদেশ, ভারত ও নেপালে নজিরবিহীনভাবে পরপর কয়েকদিন বেশ কয়েক দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এদের বেশিরভাগের উৎস ছিল নেপাল ও ভারত। নেপালে গত ২৫ এপ্রিল ৭.৮ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ৮,০০০ লোক নিহত এবং ১৭,০০০ লোক আহত হয়েছেন। ওই ভূমিকম্পে ভারত, বাংলাদেশ এবং তিব্বতেও শতাধিক লোক নিহত হয়েছে। সূত্র: বিবিসি, সিএনএন, এনডিটিভি মন্তব্য      

No comments:

Post a Comment