‘সহসা আসতে পারছেন না সালাহ উদ্দিন’ নিউজ ডেস্ক আরটিএনএন শিলং: ভারতের শিলংয়ে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ সহসা দেশে আসতে পারছেন না বলে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক শিলং ট্রাইমস। মেঘালয়ের দৈনিকটি বলেছে, ভারতের অবৈধ প্রবেশ ও চলমান চিকিৎসার কারণে সালাহ উদ্দিনকে খুব শিগগির বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। খুব দ্রুত সালাহ উদ্দিনকে আদালতে হাজির করা
র প্রক্রিয়া সম্পন্ন করতে চায় মেঘালয় পুলিশ। তার আগে শিলংয়ের সিভিল হাসপাতালে বেশ কয়েকটি পরীক্ষা করতে হবে, এরপরই তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন। যদিও বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ভারতীয় সামীন্তরক্ষী বাহিনী বিএসএফ শিগগিরই বিএনপি নেতাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের হাতে তুলে দেবে। প্রায় দুই মাস নিখোঁজ থাকার পর গত ১১ মে সালাহ উদ্দিন আহমেদের সন্ধান মেলে। তাকে মেঘালয়ের শিলং থেকে উদ্ধার করে সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। এরপরের দিন বৈধ কাগজপত্র ছাড়া ভারতের প্রবেশ করায় ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করে মেঘালয় পুলিশ। ফরেনার্স আইন বিশেষজ্ঞ মেঘালয়ের একজন জেষ্ঠ্য আইনজীবী শিলং টাইমস-কে বলেন, ‘আদালতে হাজির করার পর বিএনপি নেতাকে বিচারিক হেফাজতে নেওয়া হতে পারে। এর অর্থ হলো তাকে কারাগারে যেতে হবে।’ তিনি জানান, ‘ভারতে অবৈধ প্রবেশের সর্বোচ্চ সাজা পাঁচ বছর কারাদণ্ড। এরই মধ্যে সরকার তাকে প্রত্যর্পণের জন্য আদালতের কাছে আবেদন করলে আদালত বিষয়টি যাচাই করে দেখবেন।’ মেঘালয় পুলিশের মহাপরিচালক রাজীব মেহতা বলেন, হাসপাতাল থেকে ছাড়া হলেই বাংলাদেশি রাজনীতিককে আদালতে তোলা। তিনি বলেন, ‘আমরা আশা করি দ্রুতই তিনি ছাড়া পাবেন। কারণ শিলং ও গারো পাহাড়ে আমাদের অন্য ডিউটি রয়েছে।’ রাজীব মেহতা বলেন, ‘এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত, আমরা তাকে আদালতে হাজির করাব। আর ভারত সরকারের পক্ষ থেকে যদি কোনো নির্দেশনা আসে তাহলে সেটা আদালতে জানাব।’ তিনি আরো জানান, সিঙ্গাপুরে তার চিকিৎসার ব্যাপারে যে দাবি উঠেছে, সেটা কেবল বাংলাদেশের মাটি থেকেই সম্ভব। এদিকে, সালাহ উদ্দিনের সঙ্গে দেখা করতে রবিবার রাতে ভারত উড়ে গেছেন তার স্ত্রী ও সাবেক এমপি হাসিনা আহমেদ। তিনি এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইতে রাতে কলকাতা যান। সেখান থেকে আজ সোমবার সকালে গোহাটি হয়ে শিলং যাবেন বলে জানা গেছে। মন্তব্য
No comments:
Post a Comment