Wednesday, May 6, 2015

মধ্যপ্রাচ্যে গৃহকর্মী পাঠানো নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া:আরটিএনএন

মধ্যপ্রাচ্যে গৃহকর্মী পাঠানো নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন জাকার্তা: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো দেশে গৃহকর্মী পাঠানো নিষিদ্ধ করতে যাচ্ছে ইন্দোনেশিয়া। মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা এবং নিম্ন বেতনের কারণে ইন্দোনেশীয় সরকার এ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন দেশটির জনশক্তি ও অন্ত:অভিবাসন বিষয়ক মন্ত্রী হানিফ দাখিরি। তিনি বলেন, রোড ম্যাপটি বাস্তবায়ন শুরু হলে মধ্যপ্রাচ্যের
২১টি দেশে ইন্দোনেশিয়ার গৃহকর্মী পাঠানো বেআইনি এবং এটি মানবপাচার হিসেবে বিবেচিত হবে। সৌদি আরবে হত্যার দায়ে গত এপ্রিলে দুই ইন্দোনেশীয় নারীর মৃতুদণ্ড কার্যকর করার পরই  ইন্দোনেশিয়ার এ ঘোষণা এলো। ওই ঘটনার জের ধরে জাকার্তার সৌদি রাষ্ট্রদূতকে তলব করে ইন্দোনেশীয় সরকার। সৌদি আরবে গৃহকর্মীরা নির্যাতনের শিকার বলে অভিযোগ করে আসছে মানবাধিকার সংগঠনগুলো। যে ২১টি দেশে ইন্দোনেশিয়া গৃহকর্মী পাঠানো নিষিদ্ধ করতে যাচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে-সৌদি আরব, বাহরাইন, ইরাক, কুয়েত, লেবানন, মিশর, ওমান, ফিলিস্তিন, কাতার, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ও জর্ডান। প্রথমে তিন মাস এ নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। এতে অন্তত ৬৭,০০০ ইন্দোনেশিয়ানের ওপর প্রভাব পড়বে। সূত্র: আনাদোলু এজেন্সি মন্তব্য      

No comments:

Post a Comment