Saturday, May 23, 2015

ভারতে গরমে ২০০ লোকের প্রাণহানি:আরটিএনএন

ভারতে গরমে ২০০ লোকের প্রাণহানি আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন ঢাকা: ভারতের অন্ধপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্য দুটিতে গত তিন দিনের তাপদাহে ২০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া প্রচণ্ড গরমে শুক্রবারও ওই রাজ্য দুটিতে শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েন। টাইমস অব ইন্ডিয়া জানায়, শুক্রবার রাজ্য দুটির বিভিন্ন অংশে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল। শনিবার টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদনে বলা হয়েছে, তাপ
দাহে আক্রান্ত হয়ে তেলেঙ্গানার  হাসপাতালগুলোতে  ভিড় জমিয়েছে প্রচুর রোগী। অন্যদিকে প্রচণ্ড গরমে আক্রান্ত অসুস্থদের চিকিৎসার জন্য অন্ধ্র প্রদেশের বিভিন্ন জেলায় জরুরি চিকিৎসা দল গঠন করা হয়েছে। চিকিৎসা কর্মকর্তারা ওইসব এলাকার লোকজনকে পর্যাপ্ত ব্যবস্থা ছাড়া রোদে বাইরে বের হতে নিষেধ করেছেন। ভারতের আবহাওয়া দপ্তর বলছে, গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে ৪৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই তাপদাহ আরো তিন দিন বহাল থাকবে বলে জানা গেছে। তবে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে তাপমাত্রা ছিল আরো বেশি। আবহাওয়া দপ্তরের কর্মকর্তাদের আশঙ্কা, তেলেঙ্গানা রাজ্যের তাপমাত্রা অতীতের রেকর্ড ভেঙে দিতে পারে। শুক্রবার এই রাজ্যের কয়েকটি স্থানে তাপমাত্রা ৪৭ ডিগ্রিতে পৌঁছেছিল। ২০০২ সালের ১১ মে ওই রাজ্যের বিজয়াওয়াদা এলাকার তাপমাত্রা ৪৮.৮ ডিগ্রিতে পৌঁছেছিল। এখন পর্যন্ত রাজ্যটিতে এটিই সর্বোচ্চ তাপমাত্রা। তবে গরমে ওই রাজ্য দুটিতে এত মানুষের প্রাণ হারানোর ঘটনা এটিই প্রথম। মন্তব্য      

No comments:

Post a Comment