অভিবাসী সংকট মালয়েশিয়া ও থাই প্রধানমন্ত্রীকে বান কি-মুনের টেলিফোন আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন নিউইয়র্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার অভিবাসী সংকটে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন বলেছেন জাতিসংঘ এ ব্যাপারে সহায়তা করতে চায়। বান কি-মুন মালয়েশিয়া এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেছেন। আর তার তার সহকারী জান ইলিয়াসসন বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মন্ত্রীদের সঙ্গে এ সংকট নিয়ে আলোচ
না করেছেন। মুনের মুখপাত্র জানান, আলোচনাকালে তারা জীবন রক্ষা এবং (শরণার্থীদের রক্ষায়) আন্তর্জাতিক আইন মেনে চলার ব্যাপারে নেতাদের স্মরণ করিয়ে দিয়েছেন। এ সময় নেতাদেরকে সাগরে উদ্ধার তৎপরতা চালানোর বাধ্যবাধকতা এবং উদ্বাস্তুদে ফিরিয়ে না দেয়ার বিষয়ে অনুরোধ করা হয়। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ড অসহায় রোহিঙ্গা মুসলিম এবং বাংলাদেশিদের তাদের উপকূল থেকে তাড়িয়ে দিচ্ছে। আলোচনাকালে মুন অভিবাসী সংকট নিয়ে থাইল্যান্ডের আঞ্চলিক সম্মেলন আয়োজনের উদ্যোগকে স্বাগত জানান এবং এজন্য সহযোগিতার প্রস্তাব দেন। সূত্র: এএফপি মন্তব্য নিউজ ডেস্কআরটিএনএনঢাকা: বাংলাদেশ এবং মিয়ানমার থেকে নৌকায় করে যেসব অবৈধ অভিবাসী ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে পৌঁছেছেন, তা . . . বিস্তারিত নিজস্ব প্রতিবেদকআরটিএনএনঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র আব্দুল কাদেরকে থানায় এনে পিটিয়ে জখম করার মামলায় খিলগাঁও . . . বিস্তারিত
No comments:
Post a Comment