রাজধানীতে ডাকাতির মালামালসহ ২২ ডাকাত গ্রেপ্তার নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: রাজধানীর কয়েকটি থানা এলাকায় পৃথক অভিযানে ২২ ডাকাতকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ডাকাতির মালামাল। সোমবার গভীর রাতে লালবাগ, মিরপুর ও মোহাম্মদপুর থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রয়েছেন। আটক ডাকাতদের কাছ থেকে পিস্তল, ককটেল, পামওয়েল তেল, ট্রাক
ভর্তি, চাল, মাইক্রোবাস ও প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-কমিশনার জাহাঙ্গীর আলম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার গভীর রাতে লালবাগে ১২ হাজার লিটার পামওয়েল, দুই ট্রাক চালসহ ৯ ডাকাতকে আটক করেছে পুলিশ। নবকুমার ইন্সটিটিউট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ বিষয়ে আজ লালবাগ জোনের উপ-কমিশনার মফিজ উদ্দিন আহমেদ ব্রিফিং করে বিস্তারিত জানাবেন। অপরদিকে, রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ১৩ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি পিস্তল, ১৩টি ককটেল, দুটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে এ বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান মফিজ আহমেদ। মন্তব্য
No comments:
Post a Comment