বরখাস্ত আনচেলত্তি, ধন্যবাদ ‘রিয়াল’ খেলা ডেস্ক আরটিএনএন মাদ্রিদ: কোচ কার্লো আনচেলত্তিকে বরখাস্ত করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সোমবার ক্লাবের বোর্ড মিটিংয়ের পর রাতেই সংবাদ সম্মেলন করে একথা জানান প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। অবশ্য তাকে বরখাস্ত করা হচ্ছে, এমন গুঞ্জন শুরু হয়েছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জুভেন্টাসের কাছে হারের পরই। সঙ্গে ছিল চলতি মৌসুমে ক্লাবকে বড় শিরোপা পা
ইয়ে না দেয়া। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্য হলো। রিয়ালকে দুই মৌসুম নেতৃত্ব দিয়েছেন ৫৫ বছর বয়সী এই ইতালিয়ান কোচ। চুক্তির এক বছর হাতে থাকতেই আনচেলত্তিকে বিদায় করে দেওয়া প্রসঙ্গে রিয়াল প্রেসিডেন্ট পেরেজ বলেন, ‘এটা আমাদের জন্য সহজ সিদ্ধান্ত ছিল না।’ আসছে সপ্তাহে নতুন কোচের নাম ঘোষণা করা হবে জানালেও আনচেলত্তির স্থলাভিষিক্ত কে হচ্ছেন, তা জানাননি পেরেজ। তবে ইতালিয়ান ক্লাব নাপোলির বর্তমান কোচ রাফা বেনিতেজ রিয়ালের পছন্দের শীর্ষে রয়েছে বলে জানা গেছে। আনচেলত্তির ভুল কি ছিল এমন প্রশ্নে রিয়াল প্রেসিডেন্ট বলেন, ‘আমিও ঠিক জানি না। তবে এখন রিয়ালকে নিয়ে সবার প্রত্যাশা অনেক। সে চাপই হয়তো তার জন্য কাল হয়েছে।’ এদিকে, বরখাস্তের পর টুইট বার্তায় আনচেলত্তি রিয়াল কর্তৃপক্ষ ও ক্লাবটির সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘রিয়াল মাদ্রিদে দুই বছর চমৎমকার সময় কেটেছে। ধন্যবাদ রিয়াল মাদ্রিদ, সমর্থক এবং আমার শুভ্যার্থীদের।’ গত মৌসুমে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ছেড়ে রিয়ালের দায়িত্ব নেন আনচেলত্তি। তার অধীনে গত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করে রিয়াল। তবে এ বছর চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালে জুভেন্টাসের কাছে হেরে যায়। আর স্প্যানিশ লিগ শিরোপা জিতে নিয়েছে বার্সেলোনা। আনচেলত্তির নেতৃত্বে রিয়াল লিগে দ্বিতীয় হয়, বার্সার চেয়ে দুই পয়েন্ট কম নিয়ে। এদিকে, স্প্যানিশ লিগের শেষ ম্যাচে গেটাফেকে ৭-৩ গোলে উড়িয়ে দেওয়ার পর রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো টুইট করেছিলেন, ‘গ্রেট কোচ, অসাধারণ মানুষ। আশা করছি পরের মৌসুমও আমরা এ সঙ্গে কাটাব।’ রিয়াল থেকে ছিটকে পড়ে আনচেলত্তি ইংলিশ ক্লাব লিভারপুল অথবা স্বদেশি এসি মিলানে যেতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। মন্তব্য নিজস্ব প্রতিনিধিআরটিএনএননরসিংদী: চাঁদাবাজির প্রতিবাদ করায় জাতীয় দলের সাবেক ফুটবলার নাদির বিন কামরুলকে (২৮) কুপিয়ে হত্যা . . . বিস্তারিত খেলা ডেস্কআরটিএনএনবার্সেলোনা: লিওনেল মেসির জোড়া গোলে বায়ার্ন মিউনিখকে ৩-০ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। মেসির পাস থেকেই . . . বিস্তারিত
No comments:
Post a Comment