Tuesday, May 5, 2015

যুক্তরাষ্ট্রে কার্টুন প্রদর্শনীতে হামলার দায় স্বীকার আইএসের:আরটিএনএন

যুক্তরাষ্ট্রে কার্টুন প্রদর্শনীতে হামলার দায় স্বীকার আইএসের আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন ঢাকা: যুক্তরাষ্ট্রের টেক্সাসে মহানবী হযরত মুহাম্মদ (সা.)- কে নিয়ে কার্টুন প্রদর্শনীর বাইরে রবিবার হামলা ও গোলাগুলির দায় স্বীকার করেছে উগ্রপন্থী গ্রুপ ইসলামিক স্টেট (আইএস)। মঙ্গলবার বিবিসি এ খবর দিয়েছে।   আইএস নিয়ন্ত্রিত আল-বয়ান রেডিওর খবরে বলা হয়েছে, প্রদর্শনীতে মহানবী (সা.) এর ইমেজকে নেতিবাচকভাবে উপস্থাপন
করে এমন ছবি দেখানো হচ্ছিল। তাই ‘খেলাফতের দুই সৈনিক’ ডালাসের একটি সম্মেলন কেন্দ্রের পাশে ওই প্রদর্শনীতে হামলা চালায়। হামলায় পুলিশের গুলিতে দুই বন্দুকধারী নিহত এবং এক পুলিশ সদস্য আহত হন। হামলার পরপরই সবাইকে সরিয়ে নিয়ে প্রদর্শনী কেন্দ্র বন্ধ করে দেয় পুলিশ। মহানবীকে (সা.) নিয়ে আঁকা কার্টুনের এই প্রদর্শনীতে নেদারল্যান্ডসের ইসলামবিরোধী রাজনীতিবিদ গির্ট ওয়াইল্ডার্সও অংশ নিতে এসেছিলেন। পুলিশের সহায়তায় নিরাপদে ভবন থেকে বের হওয়ার পর নিজেই তা টুইট করে জানিয়েছেন। বার্তাসংস্থা এপি জানিয়েছে, দুই অস্ত্রধারী একটি গাড়িতে করে এসে প্রদর্শনী কেন্দ্রের বাইরে নামে এবং নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তার দিকে গুলি শুরু করে। এরপর গারল্যান্ড পুলিশ পাল্টা গুলি চালালে দুই বন্দুকধারী নিহত হয়। প্রদর্শনীর আয়োজন করে আমেরিকান ফ্রিডম ডিফেন্স ইনিশিয়েটিভ নামের একটি সংগঠন, যারা নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কাছে ইসলামিক সেন্টার নির্মাণের বিরোধিতা করেছিল। ২০০৬ সালে ডেনমার্কের জাইল্যান্ডস-পোস্টেন নামের একটি পত্রিকা মুহাম্মদকে (স.) নিয়ে কার্টুন প্রকাশ করলে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। চলতি মাসের জানুয়ারিতে প্যারিসে একই ধরনের কার্টুন প্রকাশ করায় ফরাসি বিদ্রুপ ম্যাগাজিন শার্লি হেবদোতে হামলা চালিয়ে ১২ জনকে গুলি করে হত্যা করে দুই বন্দুকধারী। সূত্র: বিবিসি মন্তব্য আন্তর্জাতিক ডেস্কআরটিএনএনটেক্সাস: যুক্তরাষ্ট্রের টেক্সাসে মহানবী হযরত মুহাম্মদ (সা.)- কে নিয়ে কার্টুন প্রদর্শনীর বাইরে গ . . . বিস্তারিত নিউজ ডেস্কআরটিএনএনওয়াশিংটন: যারা এখনো বিশ্বাস করেন যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা একজন মুসলিম, তাদেরকে নিয়ে বিদ্রুপ . . . বিস্তারিত            

No comments:

Post a Comment