Sunday, May 24, 2015

বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন ঐতিহাসিক মুহূর্তে: জয়শংকর:আরটিএনএন

বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন ঐতিহাসিক মুহূর্তে: জয়শংকর নিউজ ডেস্ক আরটিএনএন ঢাকা: ভারতের পররাষ্ট্র সচিব ড. এস জয়শংকর বলেছেন, বাংলাদেশ-ভারতের সম্পর্ক এখন এক ঐতিহাসিক মুহূর্তে পৌঁছেছে। তিনি বলেন, শক্তিশালী, স্থিতিশীল এবং দ্রুত উন্নয়নশীল প্রতিবেশী হিসেবে বাংলাদেশের বন্ধুত্বকে ভারত সব সময় গুরুত্ব দেয়। শনিবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় ফ্রেন্ডস অব বাংলাদেশ এবং ইন্ডিয়ান ফাউন্ডেশন আয়াজি
ত ‘বাংলাদেশ-ভারত রিলেশন’ শীর্ষক ষষ্ঠ আলোচনায় জয়শংকর এ সব কথা বলেন। তিনি বলেন, স্থল সীমান্ত চুক্তি অনুমোদনের মাধ্যমে দু’দেশের সম্পর্ক আরো উচ্চতায় পৌঁছেছে। ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পাদনের বিষয়টি সক্রিয় বিবচেনা করছে এবং খুব শিগগিরই এই চুক্তি সই করা সম্ভব হবে বলে তিন আশা করেন। জয়শংকর বলেন, ভারতের বর্তমান সরকার দায়িত্ব নেয়ার প্রথম দিন থেকেই প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের নীতি গ্রহণ করেছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে আরো যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, যত বেশি যোগাযোগ হবে তত বেশি সম্পক বাড়বে। ভারতের পররাষ্ট্র সচিব বলেন, সড়ক যোগাযোগের পাশাপাশি কোস্টাল শিপিং চালু করার জন্যে কাজ চলেছে। কোস্টাল শিপিং চালু হলে দুদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ব্যাপক হারে বৃদ্ধি পাবে। তিনি বলেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিদ্যুৎ, ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে সম্প্রতি সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। জয়শংকর বলেন, বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক উন্নয়ন ঘটছে। ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের সাথে বাংলাদেশর সম্পর্ক বৃদ্ধির প্রচুর সুযোগ রয়েছে। ভারত বাংলাদেশের ২৫টি পণ্য ছাড়া সকল পণ্যকে ভারতের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে। বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক ও বিএফইউজে’র (একাংশ) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, ভারতের সকল টেলিভিশন বাংলাদেশের মানুষ কোনো বাধা ছাড়াই দেখতে পারে। কিন্তু বাংলাদেশের টেলিভিশনকে ভারতে প্রবেশ করতে দেয়া হয় না। বাংলাদেশের টেলিভিশন ভারতে প্রবেশের সুযোগ দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তাহলে ভারতের মানুষ আমাদের দেশ সর্ম্পকে আারো বেশি জানতে পারবে।’ ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরন রিজ্জুর সভাপতিত্বে আজকের সকালের অধিবেশনে অন্যদের মধ্যে বক্তব্য দেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল আবদুর রশীদ, এম এল কুমাওয়াট, প্রফসর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আসিফ করিম, শ্রী রাধা দত্ত। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম ও বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোজাম্মেল আলী উপস্থিত ছিলেন। মন্তব্য      

No comments:

Post a Comment