Thursday, April 30, 2015

কারচুপি হলে ভোট এত কম কেন: প্রধানমন্ত্রী:আরটিএনএন

কারচুপি হলে ভোট এত কম কেন: প্রধানমন্ত্রী নিউজ ডেস্ক আরটিএনএন ঢাকা: কারচুপির অভিযোগ নাকচ করে দিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারচুপি হলে এত কম ভোট হবে কেন? বুধবার গণভবনে ঢাকা উত্তর ও দক্ষিণের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিন সিটি করপোরেশন নির্বাচনে ৪৪% ভোট পড়ার চিত্র ‍তুলে ধরে অভিযোগকারীদের উদ্দেশে শেখ হাসিনা প্রশ্ন রাখেন, ‘কার
চুপি হলে এত কম ভোট হবে কেন?’ এ সময় ‘কিছু কিছু’ অনিয়ম ছাড়া সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে তিনি বলেন, নির্বাচনকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের অসৎ উদ্দেশ্য আছে। এছাড়া বিএনপির ভোটবর্জনকে ‘দুঃখজনক’ মন্তব্য করে নির্বাচনে অনিয়মের দলটির অভিযোগ ‘তদন্ত’ করে দেখা হবে বলেও জানান তিনি। মঙ্গলবার ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোটগ্রহণ হয়। তিন সিটিতে মোট ভোটার ছিলেন ৬০ লাখ ২৯ হাজার ৫৭৬  জন। ভোট পড়েছে ২৬ লাখ ৪৮ হাজার ২০৫টি। ভোট পড়ার হার ৪৩ দশমিক ৯ শতাংশ। ভোটকেন্দ্র দখল ও নির্বিচারে জালভোট দেয়ার অভিযোগের মধ্যে অনুষ্ঠিত এই নির্বাচনে ‘বিভিন্ন অসঙ্গতির’ কারণে এর মধ্যে ১ লাখ ২১ হাজার ৩টি ভোট বাতিল করেছেন নির্বাচনী কর্মকর্তারা। জালিয়াতির অভিযোগ এনে ভোটগ্রহণ শুরুর তিন থেকে চার ঘণ্টার মধ্যেই ভোটবর্জনের ঘোষণা দেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। অবশ্য পরে শক্তিশালী অন্য অনেক প্রার্থীও ভোটবর্জন করেন। বিতর্কিত এই নির্বাচনে তিন সিটিতেই বিজয়ী হয়েছেন ক্ষমতাসীনদের প্রার্থী। মন্তব্য      

No comments:

Post a Comment