
মান নাগরিককে উঠিয়ে নিয়ে যায় পুলিশ। তারপর তাদেরকে হত্যা করে একটি খালে ফেলে দেওয়া হয়। প্রসিকিউশনের আইনজীবী সতিশ তামতা বলেন, ‘ওই ঘটনায় ১৬ পুলিশ সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। আদালত তাদের বেনিফিট অব ডাউটের সুবিধা দিয়েছে। আদালত বলেছে, অভিযুক্তদের পরিচয় নিশ্চিতে প্রয়োজনীয় তথ্য-প্রমাণের অভাব রয়েছে।’ আদালতের এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে কি না— এ ব্যাপারে কিছু বলেননি সতিশ। ওই ঘটনায় ১৯৯৬ সালে ১৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে আগ্রাসন, হত্যা ও গোপন পরিকল্পনার অভিযোগে চার্জশিট নথিভুক্ত করা হয়। বিচার চলাকালীন তিন পুলিশ সদস্য মারা যান। বাকি অভিযুক্তরা জামিনে রয়েছেন। জেএ
No comments:
Post a Comment