এর আগে একবার মুখোমুখি হয়েছে স্কটিশরা। ২০১১ সালের জুলাইতে এডিনবার্গের ওই সাক্ষাতে লংকানদের কাছে ১৮৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। ৫ ম্যাচে ৩ জয়ে শ্রীলংকার সংগ্রহ ছয় পয়েন্ট। অন্যদিকে ৪ ম্যাচে সবক’টিতেই হেরে পুল ‘এ’র পয়েন্ট টেবিলের সবচেয়ে তলানির দল স্কটল্যান্ড। শ্রীলংকা দল: তিলেকারত্নে দিলশান, লাহিরু থিরিমান্নে, কুমার সাঙ্গাকারা, দুসমান্থা চামিরা, মাহেলা জয়াবর্ধনে, অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), কুশাল পেরেরা, থিসারা পেরেরা, শিকুজি প্রসন্ন, নুয়ান কুলাসেকারা ও লাসিথ মালিঙ্গা। স্কটল্যান্ড দল: ক্যালাম ম্যাকলউড, কোয়েটজার, ফ্রেডি কোলম্যান, ম্যাট মাচান, প্রেস্টন মমসেন (অধিনায়ক), রিচি বেরিংটন, ম্যাথু ক্রস (উইকেটরক্ষক), জশ ডেভি, মিচেল লেস্ক, অ্যালসডায়ার ইভান্স ও রব টেইলর। এএইচ
Wednesday, March 11, 2015
ব্যাটিংয়ে নেমেছেন লংকান ওপেনাররা:Time News
ব্যাটিংয়ে নেমেছেন লংকান ওপেনাররা স্পোর্টস ডেস্ক টাইম নিউজ বিডি, ১১ মার্চ, ২০১৫ ১০:৩৫:৪১ বিশ্বকাপের ৩৫তম ম্যাচে হোবার্টের বেলরিভ ওভালে শ্রীলংকার বিপক্ষে খেলতে নেমেছে স্কটল্যান্ড। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শ্রীলংকার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। লংকানদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে আসেন তিলেকারত্নে দিলশান এবং লাহিরু থিরিমান্নে। প্রথম রাউন্ডে এটি শ্রীলংকার ষষ্ঠ ও শেষ ম্যাচ। শ্রীলংকার বিপক্ষে
এর আগে একবার মুখোমুখি হয়েছে স্কটিশরা। ২০১১ সালের জুলাইতে এডিনবার্গের ওই সাক্ষাতে লংকানদের কাছে ১৮৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। ৫ ম্যাচে ৩ জয়ে শ্রীলংকার সংগ্রহ ছয় পয়েন্ট। অন্যদিকে ৪ ম্যাচে সবক’টিতেই হেরে পুল ‘এ’র পয়েন্ট টেবিলের সবচেয়ে তলানির দল স্কটল্যান্ড। শ্রীলংকা দল: তিলেকারত্নে দিলশান, লাহিরু থিরিমান্নে, কুমার সাঙ্গাকারা, দুসমান্থা চামিরা, মাহেলা জয়াবর্ধনে, অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), কুশাল পেরেরা, থিসারা পেরেরা, শিকুজি প্রসন্ন, নুয়ান কুলাসেকারা ও লাসিথ মালিঙ্গা। স্কটল্যান্ড দল: ক্যালাম ম্যাকলউড, কোয়েটজার, ফ্রেডি কোলম্যান, ম্যাট মাচান, প্রেস্টন মমসেন (অধিনায়ক), রিচি বেরিংটন, ম্যাথু ক্রস (উইকেটরক্ষক), জশ ডেভি, মিচেল লেস্ক, অ্যালসডায়ার ইভান্স ও রব টেইলর। এএইচ
এর আগে একবার মুখোমুখি হয়েছে স্কটিশরা। ২০১১ সালের জুলাইতে এডিনবার্গের ওই সাক্ষাতে লংকানদের কাছে ১৮৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। ৫ ম্যাচে ৩ জয়ে শ্রীলংকার সংগ্রহ ছয় পয়েন্ট। অন্যদিকে ৪ ম্যাচে সবক’টিতেই হেরে পুল ‘এ’র পয়েন্ট টেবিলের সবচেয়ে তলানির দল স্কটল্যান্ড। শ্রীলংকা দল: তিলেকারত্নে দিলশান, লাহিরু থিরিমান্নে, কুমার সাঙ্গাকারা, দুসমান্থা চামিরা, মাহেলা জয়াবর্ধনে, অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), কুশাল পেরেরা, থিসারা পেরেরা, শিকুজি প্রসন্ন, নুয়ান কুলাসেকারা ও লাসিথ মালিঙ্গা। স্কটল্যান্ড দল: ক্যালাম ম্যাকলউড, কোয়েটজার, ফ্রেডি কোলম্যান, ম্যাট মাচান, প্রেস্টন মমসেন (অধিনায়ক), রিচি বেরিংটন, ম্যাথু ক্রস (উইকেটরক্ষক), জশ ডেভি, মিচেল লেস্ক, অ্যালসডায়ার ইভান্স ও রব টেইলর। এএইচ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment