রাজধানীতে জামায়াতের মিছিল-পিকেটিং স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১১ মার্চ, ২০১৫ ১১:২৯:২২ ২০দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের রাজপথ, নৌপথ, রেলপথ অবরোধ ও হরতাল সমর্থনে মিছিল-পিকেটিং করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বুধবার সকালে মালিবাগে রেলগেইট এলাকা, মগবাজার, নয়াটোলা, মধুবাগ, মৌচাক এলাকায় বিক্ষোভ, পিকেটিং ও অবরোধ করে দলটির নেতাকর্মীরা। এসময় সেখানে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর মজলিশে শুরা সদস্য ড. আহসান হাবিব, থানা জামায়াতের সেক্রেটারী জিল্লুর রহমান, কর্মপরিষদ সদস্য ইউসুফ আলী, আতাউর রহমান সরকার, থানা শিবির সভাপতি মোস্তাফিজুর রহমান ,কলেজ শাখা শিবির সভাপতি মুরাদ হোসাইন,জামায়াত নেতা মোজাম্মোল হক প্রমুখ। এআর
No comments:
Post a Comment