Monday, March 9, 2015

কামারুজ্জামানের রিভিউ শুনানী ১ এপ্রিল:Time News

কামারুজ্জামানের রিভিউ শুনানী ১ এপ্রিল স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৯ মার্চ, ২০১৫ ১০:২৩:৫৮ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রায়ের পু:নর্বিবেচনা(রিভিউ) আবেদনের শুনানী ১ এপ্রিল। সোমবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীর চার সদসস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর বিচারপতিরা হলেন,বিচারপতি আব্দুল ওয়াহাব মিঞা,বিচারপ
তি হাসান ফয়েজ সিদ্দিকি,বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী। আজ আদালতে আসামি পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শিশির মো. মনির। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। কামারুজ্জামানের রিভিউ শুনানীতে তার আইনজীবীদের সময়ের আবেদনের প্রেক্ষিতে আদালত এ দিন ধার‌্য করেন। গত বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধে কামারুজ্জামানের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন তার আইনজীবীরা।   কেএইচ/ইআর    


No comments:

Post a Comment