Saturday, March 28, 2015

মানসিকভাবে অসুস্থ ছিলেন বিধ্বস্ত বিমানটির পাইলট:Time News

মানসিকভাবে অসুস্থ ছিলেন বিধ্বস্ত বিমানটির পাইলট ইন্টারন্যাশনাল ডেস্ক টাইম নিউজ বিডি, ২৭ মার্চ, ২০১৫ ২০:২৯:৪৩ আল্পস পর্বতে বিধ্বস্ত জার্মান বিমানটির সহকারী পাইলট মানসিকভাবে অসুস্থ ছিলেন। বিষণ্ণতায় ভোগা এই পাইলটের মানসিক চিকিৎসাও চলছিল প্রায় এক বছর ধরে। কিন্তু মানসিক এই সমস্যার বিষয়টি পাইলট আন্দ্রেস লুবিৎজ তার প্রতিষ্ঠানের কাছে গোপন রাখেন। জার্মানির প্রসিকিউটাররা শুক্রবার এসব দাবি করেন। তারা আরও জান
ান, কোন ধরনের রাজনৈতিক বা ধর্মীয় উদ্দেশ্যে তিনি এই কাজ করেছেন তারও কোন প্রমাণ পাওয়া যায়নি। তার বাসায় কোন সুইসাইড নোটও পাওয়া যায়নি। মানসিক সমস্যার বিষয়টি গোপন রেখেই তিনি বিমান চালনার মতো অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ করে আসছিলেন। সহকারী পাইলট আন্দ্রেস লুবিৎজের বাড়ি থেকে অসুস্থা সম্পর্কিত নোটের বেশ কয়েকটি ছেঁড়া পাতা উদ্ধার করা হয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের। পাইলট লুবিৎজ ঠিক কোন রোগে ভুগছিলেন জার্মান প্রসিকিউটাররা সুনির্দিষ্ট করে কিছু বলেননি। তবে, জার্মানির গণমাধ্যমগুলো জানিয়েছে, বিমান পরিচালনা প্রতিষ্ঠানের বিভিন্ন ডকুমেন্ট ঘেঁটে জানা যায় যে তিনি বিষণ্ণতায় ভুগছিলেন এবং এজন্য তার কিছু পরীক্ষা-নিরীক্ষারও প্রয়োজন ছিল। গত মঙ্গলবার জার্মানির লুফথানসা বিমানসংস্থার প্রতিষ্ঠান জার্মানউয়িংসের '৪ইউ৯৫২৫' বিমানটি ফ্রান্সের দক্ষিণাঞ্চলে আল্পস পর্বতাঞ্চলে বিধ্বস্ত হয়। এতে পাইলট, সহকারী পাইলট ও ক্রুসহ মোট ১৫০ জন নিহত হন। বিমানটি স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির ডুয়েসেলডর্ফে যাচ্ছিল। বিমানটির ব্ল্যাক বক্সে সংরক্ষিত ভয়েস রেকর্ডার থেকে জানা যায়, লুবিৎজ প্রায় ৮ মিনিট সময় ধরে আল্পস পর্বতের উপর দিয়ে বিমান চালিয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে তিনি বিমানের ককপিটের দরজা বন্ধ করে দেন। ফলে, বিমানটির মূল পাইলট ককপিটে ঢুকতে পারছিলেন না। এর মানে ইচ্ছাকৃতভাবেই বিমানটিকে বিধ্বস্ত করেন লুবিৎজ। লুবিৎজের ব্যাপারে তথ্য সংগ্রহ করতে তার ডুয়েসেলডর্ফের বাড়ি ও ফ্রাংকফুর্টের নিকটবর্তী স্থানে থাকা তার বাবা-মায়ের বাড়ি থেকে বিভিন্ন ডকুমেন্ট সংগ্রহ করা হয়েছে। তবে, বিমানসংস্থা লুফথানসা এ ব্যাপারে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এমএ


No comments:

Post a Comment