Sunday, March 8, 2015

নারীরাই পারবে দেশকে এগিয়ে নিতে:Time News

নারীরাই পারবে দেশকে এগিয়ে নিতে স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৮ মার্চ, ২০১৫ ১৩:৪০:৫১ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের সব সময়ই বৈরী পরিবেশে এগিয়ে যেতে হয়। যতই সহিংসতামূলক কর্মকাণ্ড চালানো হোক না কেন, দেশ এগিয়ে যাবে। আর নারীসমাজই পারবে দেশকে এগিয়ে নিতে।’ রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নারী দিবসে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ যখন এগিয়ে য
াচ্ছে তখন বিএনপি আন্দোলন শুরু করেছে। তিনি (খালেদা জিয়া) পেট্রোল বোমা মেরে মানুষ মারার আন্দোলন করছেন। তিনি অন্তঃসত্ত্বা এক নারীকে মেরে ফেলেছেন। সাধারণ মানুষকে পুড়িয়ে মারছেন।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নে তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিবরণ দেন। বর্তমান সরকার সশস্ত্র বাহিনীসহ সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের অবস্থান সুদৃঢ় করেছে বলে উল্লেখ করেন। সহিংসতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে নারীসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া এসএসসি পরীক্ষায় ফেল করেছিলেন। এই কারণে তিনি কি আমাদের ছেলেমেয়েদের পাস করতে দেবেন না। তিনি ছেলে শোক ভুলে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করছেন। তিনি আইন মানেন না, আদালত মানেন না, বিচার মানেন না। তার বিচার একদিন বাংলাদেশে হবেই। এতে কোনো সন্দেহ নেই।’ তিনি বলেন,‘তৃণমূল পর্যায়ে নারী নেতৃত্ব গড়ে তুলতে সরকার দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। আমাদের সরকারই বিচারক, ডিসি ও এসপি পদে প্রথম নারীর পদায়ন করেছিল। এখন সেনা, নৌ ও বিমান বাহিনীতেই নারীরা সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।’ জেএ


No comments:

Post a Comment