Sunday, March 8, 2015

নারী দিবসে নারীশাসনের অবসান চায় জাপা:Time News

নারী দিবসে নারীশাসনের অবসান চায় জাপা স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৮ মার্চ, ২০১৫ ১৩:২২:৪১ নারী দিবসে নারীশাসনের অবসান চেয়ে দোয়া করেছেন জাতীয় পার্টি। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে জাতীয় পার্টির ডাকা যৌথ সভায় এ দোয়া করা হয়। রোববার বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে সভার শুরুতে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে আজ সারা বিশ্বে পালিত হচ্ছে নারী দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য ‘
নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন’। ওই দোয়া-মাহফিলে নারীশাসনের অবসান করে পুরুষশাসন কায়েম করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। পাশাপাশি জাতীয় পার্টিকে আবারও ক্ষমতায় বসাতে এবং হুসাইন মুহম্মদ এরশাদকে আবারও দেশের রাষ্ট্রপতি করতে দোয়া চাওয়া হয়। এমকে


No comments:

Post a Comment