Sunday, March 8, 2015

আবারো ডিবি কার্যালয়ে এফবিআই সদস্যরা:Time News

আবারো ডিবি কার্যালয়ে এফবিআই সদস্যরা স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৮ মার্চ, ২০১৫ ১৩:৪৫:৩৫ আবারো ডিবি কার্যালয়ে গেছেন এফবিআই সদস্যরা। ব্লগার ও লেখক অভিজিৎ হত্যার তদন্ত নিয়ে আলোচনা করতে শান্তিনগরের সিআইডি কার্যালয়ে ৪৫ মিনিটির বৈঠক শেষ করে ১.৪০ মিনিটে আবারো ডিবি কার্যালয়ে গেছেন এফবিআই সদস্যরা। এর আগে রোববার বেলা ১১টা ৩৮ মিনিটে এফবিআই প্রতিনিধিদলের চার সদস্য গোয়েন্দা কার্যালয়ে প্রবেশ করেন। ১৪ মিনিট
অবস্থানের পর ১১টা ৫২ মিনিটে বেরিয়ে যান তারা। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদুর রহমান জানান, অভিজিৎ হত্যাকাণ্ড নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম, মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণের ডিসি কৃষ্নপদ রায়সহ ঊর্ধ্বতনদের সঙ্গে তাদের বৈঠক করার কথা ছিল আজ। কিন্তু আলোচনা হয়েছে কিনা তা আমি এখোনো জানতে পারিনি। বুধবার ঢাকায় আসার পর গত বৃহস্পতিবার গোয়েন্দাদের সঙ্গে ২ ঘণ্টা বৈঠক করেন এফবিআই প্রতিনিধিরা। আর শুক্রবার গোয়েন্দা পুলিশদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তারা। এসময় তারা হত্যার আলামতও সংগ্রহ করেন। শনিবার এক অনানুষ্ঠানিক সাংবাদিক সম্মেলনে এফবিআই এর সহযোগীতা সম্মন্ধে কমিশনার বলেছিলেন, আধুনিক টেকনোলজিক্যাল ইন্সট্রুমেন্ট এর মধ্যে আমাদের সীমাবদ্ধতা রয়েছে। সেজন্য মামলার তথ্য দ্রুত উদঘাটনের জন্য আমরা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এর কারিগরি সহায়তা নিব। অভিজিৎ যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় এফবিআই এবিষয়টির তদন্তে সহযোগীতা করতে আগ্রহ প্রকাশ করেছে। এআই/ইআর/এমকে    


No comments:

Post a Comment