Tuesday, March 10, 2015

ফেসবুক-টুইটারের বিকল্প চালু করলো আইএস:Time News

ফেসবুক-টুইটারের বিকল্প চালু করলো আইএস ইন্টারন্যাশনাল ডেস্ক টাইম নিউজ বিডি, ১০ মার্চ, ২০১৫ ১৬:৪৫:৩২ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে নিষিদ্ধ হয়ে এখন নিজেরাই একটি সামাজিক যোগাযোগ মাধ্যম খুলেছে ইসলামিক স্টেট (আইএস)। 'খলিফাত বুক' নামের এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি গত রোববার খোলা হয়। খবর রয়টার্সের। 5elafabook.com নামের এই ওয়েবসাইটটি অবশ্য যাত্রা শুরুর একদিনের মাথাতেই বন্ধ পাওয়া গেছে। এর ফলে, সামা
জিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে না পেরে চ্যালেঞ্জের মুখে পড়েছে ইসলামিক স্টেটের যোদ্ধা ও সমর্থকরা। এতদিন ফেসবুক ও টুইটারের মাধ্যমে তাদের নীতি ও আদর্শের প্রচারণা চালিয়ে আসছিল আইএস। আর এর মাধ্যমে দেশ-বিদেশের বহু তরুণ মুসলিমকে আকৃষ্ট করতে সক্ষম হয় তারা। এসব সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল তাদের রিক্রুটিং অনলাইনের মতো। মঙ্গলবার তাদের ওই সাইটে বিশ্বের একটি মানচিত্র দেখা গেছে। মানচিত্রের উপরে ছিল আরবি লেখাখচিত একটি মুকুট। তবে, এই ওয়েবসাইটটি কে তৈরি করেছে এবং এটির প্রতি ঠিক কত সংখ্যক মানুষ আকৃষ্ট হয়েছে তা জানা যায়নি। ওয়েবসাইটটিতে এ-ও লেখা ছিল, "৫ইলাফেবুক একটি স্বাধীন সাইট। তবে, এটি ইসলামিক স্টেটের সৌজন্যে তৈরি নয়। আমরা পুনরায় এটি বলতে চাই যে, আমাদের এই ওয়েবসাইট চালানোর উদ্দেশ্য হচ্ছে বিশ্ববাসীকে এটি পরিষ্কার করে জানানো যে আমরা শুধুমাত্র বন্দুক বহন করি না এবং গুহার মধ্যে জীবনযাপন করি না, যেটি তারা ভেবে থাকে। আমরা বিশ্বের অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলছি এবং আমরা আরও ইসলামিক হতে চাই।" এদিকে, ফেসবুক ও টুইটারে তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়ায় প্রতিষ্ঠান দুটির কর্মকর্তাদেরকে হুমকি দিচ্ছে আইএসের সমর্থকরা। হুমকিদাতাদের শনাক্ত করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো। এমএ


No comments:

Post a Comment