Tuesday, March 10, 2015

লিবিয়ায় আরেক বাংলাদেশি অপহৃত:Time News

লিবিয়ায় আরেক বাংলাদেশি অপহৃত নিউজ ডেস্ক টাইম নিউজ বিডি, ১০ মার্চ, ২০১৫ ১৭:৫৯:৩১ লিবিয়ায় আরেকজন বাংলাদেশি শ্রমিককে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস আরেকজন বাংলাদেশির অপহরণের বিষয়টি নিশ্চিত করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বিকেলে এ খবর জানানো হয়। অপহৃত দ্বিতীয় এই ব্যক্তির নাম মোহাম্মদ আনোয়ার হুসাইন। তার বাড়ি নোয়াখালী জেলায়, পাসপোর্ট নাম্ব
ার: এই ৩৬৩০৭৫৪। এর আগে হেলালউদ্দিন নামের এক বাংলাদেশিকে অপহরণের খবর জানিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। হেলালউদ্দিনের বাড়ি জামালপুরে। উল্লেখ্য, গত ৬ মার্চ শুক্রবার লিবিয়ার সির্তে শহরের দক্ষিণে আল ঘানি নামের একটি তেলক্ষেত্র থেকে ৯ জনকে অপহরণ করে ইসলামিক স্টেট (আইএস)। অপহৃত ৯ জনের মধ্যে একজন বাংলাদেশি বলে তখন জানিয়েছিল লিবিয়ার বাংলাদেশি দূতাবাস। আর মোহাম্মদ আনোয়ার হুসাইনের পরিচয় বলা হয়েছিল সুদানি নাগরিক হিসেবে। কিন্তু পরবর্তীতে জানা যায়, একই নামের আরেকজন সুদানি নাগরিক রয়েছেন। তবে, অপহৃত আনোয়ার হুসাইন হলেন বাংলাদেশি। তার অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন পাশের একটি তেলক্ষেত্রে কর্মরত আরেক বাংলাদেশি শ্রমিক। হামলা চালিয়ে ১১ জন নিরাপত্তার রক্ষীকে হত্যা করে আইএস। এদের মধ্যে একজনের শিরশ্ছেদ করা হয়। হামলার পরপরই পার্শ্ববর্তী আরেকটি তেলক্ষেত্র থেকে ২১ জন বাংলাদেশি শ্রমিককে নিরাপদে সরিয়ে নেয়া হয়। অপহৃতদের উদ্ধারে প্রাণান্তকর চেষ্টা চালানো হচ্ছে বলে বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছে লিবিয়া সরকার। এমএ  


No comments:

Post a Comment