Tuesday, March 10, 2015

সিরিয়ার রক্তাক্ত জেসমিনেরা:Time News

সিরিয়ার রক্তাক্ত জেসমিনেরা ইন্টারন্যাশনাল ডেস্ক টাইম নিউজ বিডি, ১০ মার্চ, ২০১৫ ১৮:১৭:৩৭ সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ১৮,৪৫৭ জন নারী নিহত হয়েছেন। এ ছাড়া, আসার প্রশাসনের হাতে আটক রয়েছেন অন্তত ২৫০০ জন নারী। আন্তর্জাতিক নারী দিবসের দিনে এ তথ্য জানিয়েছে সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস (এসএনএইচআর)। সরকারি বাহিনীর রকেট হামলা, কামানের গোলা, ক্লাস্টার বোমা, বিষাক্ত গ্যাস হামলা, ব্যারে
ল বোমার আঘাত ও এমনকি ছুরি দিয়ে আঘাত করে এসব নারীকে হত্যা করা হয়। এ ছাড়া, সিরিয়ায় আটককৃত নারীদের বিরুদ্ধে সরকার ৬,৫৮০টি মামলা করেছে বলেও জানিয়েছে মানবাধিকার সংগঠনটি। এদের মধ্যে ১৮ বছরের কম বয়সী ২২৫ জন কিশোরীও রয়েছে। সংগঠনটি আরও জানিয়েছে, আটককৃত ৭,৫০০ জন নারীর ওপর যৌন নিপীড়ন চালিয়েছে সরকারি বাহিনী। তাদের মধ্যে ৮৫০ জনকে কারাগারের ভেতর নির্যাতন করা হয়। এর মধ্যে ১৮ বছরের কম বয়সী ৪০০ জন কিশোরীও রয়েছে। সূত্র: মিডলইস্ট মনিটর এমএ


No comments:

Post a Comment