Tuesday, March 10, 2015

চার বছরের রাজনৈতিক বিতর্কের মূল বিষয় ছিল নির্বাচন: গিবসন:Time News

চার বছরের রাজনৈতিক বিতর্কের মূল বিষয় ছিল নির্বাচন: গিবসন স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১০ মার্চ, ২০১৫ ১০:০১:১১ বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন বলেন, “বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সাময়িক সময়ের ঝগড়া তরুল প্রজন্ম কখনো মেনে নেবে না। বাংলাদেশের গত চার বছরের রাজনৈতিক বিতর্কের মূল বিষয় ছিল নির্বাচন।” সোমবার রাজধানীর একটি সম্মেলন কেন্দ্রে ‘এ ইয়ং কমনওয়েলথ’ শীর্ষক এক সেমিনারে
এ কথা বলেন। ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ফজলে হাসান আবেদ কেসিএমজি সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন দেশের বেশ কয়েকজন কূটনীতিকও ওই সেমিনারে উপস্থিত ছিলেন। ব্রিটিশ হাইকমিশনার বলেন, “গণতন্ত্রে নির্বাচনই একমাত্র কথা নয়, নির্বাচন নিয়ে কী ঘটল তা মুখ্য বিষয়। বাংলাদেশে গত চার বছরের রাজনৈতিক বিতর্কের মূল বিষয় ছিল নির্বাচন। জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ অথবা ভোট দিবে কিনা, তা রাজনৈতিক নেতারাই ঠিক করে থাকে।” রবার্ট ডব্লিউ গিবসন আরো বলেন, ‘বাংলাদেশে গত দুই মাসের চলমান সহিংসতা দেশটির তরুণ সমাজের উপর প্রভাব ফেলেছে। পেট্রোলবোমা এবং ভয়াবহ সহিংস কর্মকাণ্ডে শিশু নিহতসহ অনেকেই মারাত্মকভাবে আহত হয়েছে। এক মিলিয়নেরও বেশি এসএসসি শিক্ষার্থী যারা আগামী দিনের ভোটার, সহিংসতার কারণে তাদের পরীক্ষা বাতিল অথবা পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে।’ তিনি বলেন, “আমি এই সহিংসতার গভীর নিন্দা জানাই। সমাজের দুর্বলগোষ্ঠীকে শুধুমাত্র রক্ষা করাই সবগুলো রাজনৈতিক দলের নেতার বিশেষ দায়িত্ব নয়। এ জনগোষ্ঠীকে বিকশিত করার পথ বের করাও তাদের দায়িত্বের অন্তর্ভুক্ত।” তিনি বলেন, “বর্তমান সরকার ভবিষ্যতের উন্নয়নের জন্য বাংলাদেশকে একটি আধুনিক, বহুদলীয় ও সহনশীল রাষ্ট্রে পরিণত করার অঙ্গীকার করেছে। সরকার যাতে তার অঙ্গীকার পূরণ করতে বাধ্য হয়, এ জন্য আমি বাংলাদেশের তরুণ প্রজন্মকে সরকারের প্রতি চাপ সৃষ্টি করতে উৎসাহ দেব।” এএইচ


No comments:

Post a Comment