Tuesday, March 10, 2015

আর্জেন্টিনায় দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০:Time News

আর্জেন্টিনায় দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০ ইন্টারন্যাশনাল ডেস্ক টাইম নিউজ বিডি, ১০ মার্চ, ২০১৫ ১০:৪৮:২৩ আর্জেন্টিনার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় সোমবার যাত্রীবাহী দুই হেলিকপ্টারের সংঘর্ষে ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন। স্থানীয় এক টিভি রিয়ালিটি শো’র শুটিংয়ে অংশ নেয়ার সময় ওই দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স ও বিবিসি। সোমবার আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্স থেকে ৭২০
মাইল দূরের ভিল্লা কাস্টেল্লি শহরের কাছে ওই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আর্জেন্টিনার এক নিরাপত্তা কর্মকর্তা সিজার অ্যাঙ্গোলো সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন,‘ওই দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা আরো খবর পেয়েছি যে হেলিকপ্টার দুটির কোনো আরোহীই বেঁচে নেই।’ নিহতদের আট জনই হলেন ফরাসি নাগরিক। বাকি দুই বিমানচালক আর্জেন্টিনার নাগরিক । তাৎক্ষণিকভাবে ওই দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে যে পাহাড়ি এলাকাটিতে শুটিং চলছিল সেখানকার আবহাওয়া বেশ ভালো ছিল বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা । আর্জেন্টিনার ওই টেলিভিশন শোতে ফ্রান্সের বেশ কয়েকজন তারকা খেলোয়ার অংশ নিচ্ছেন বলে জানা গেছে। এআর


No comments:

Post a Comment