Wednesday, March 18, 2015

সেরা একাদশে মাহমুদউল্লাহ:Time News

সেরা একাদশে মাহমুদউল্লাহ স্পোর্টস ডেস্ক টাইম নিউজ বিডি, ১৮ মার্চ, ২০১৫ ১০:১৩:২১ ২০১৫ বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ বিশ্বকাপের সেরা একাদশ নির্বাচন করা হয়েছে। সেরা একাদশে স্থান পেয়েছেন বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ। টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে রিয়াদ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন এক মাইলফলক স্থাপন করেছেন। ছুঁয়ে ফেলেছেন ১৯৯৬ বিশ্বকাপে মার্ক ওয়াহর করা টানা দুই ম্যাচে সেঞ্চুরির রেকর্ড। সেরা একাদশে স্থান
পেয়েছেন জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর ও স্কটল্যান্ডের জস ডেভিও। এ ছাড়া শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার দুজন করে খেলোয়াড় রয়েছেন এই তালিকায়। চলুন দেখে নেওয়া যাক, বিশ্বকাপের সেরা একাদশে কারা কারা রয়েছেন- সেরা একাদশ :              নাম                             দেশ   ১ . ব্রেন্ডন ম্যাককালাম             নিউজিল্যান্ড (অধিনায়ক) ২ . তিলকারত্নে দিলশান            শ্রীলঙ্কা ৩ . কুমার সাঙ্গাকারা                শ্রীলঙ্কা (উইকেট রক্ষক) ৪ . এবি ডি ভিলিয়ার্স               দক্ষিণ আফ্রিকা ৫ . ব্রেন্ডন টেলর                     জিম্বাবুয়ে ৬ . মাহমুদউল্লাহ                    বাংলাদেশ ৭ . গ্লেন ম্যাক্সওয়েল                 অস্ট্রেলিয়া ৮ . মিচেল স্টার্ক                     অস্ট্রেলিয়া ৯ . মোহাম্মদ সামি                   ভারত ১০ . জস ডেভি                      স্কটল্যান্ড ১১ . ট্রেন্ট বোল্ট                      নিউজিল্যান্ড সূত্র : দ্য ডেইলি টেলিগ্রাফ। কেএইচ


No comments:

Post a Comment