Sunday, March 29, 2015

পর পর দুটি উইকেট শেষ কিউইদের:Time News

পর পর দুটি উইকেট শেষ কিউইদের স্পোর্টস ডেস্ক টাইম নিউজ বিডি, ২৯ মার্চ, ২০১৫ ১১:৩১:০২ আইসিসি ২০১৫ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২তম ও ১৩তম ওভারে পর পর দুটি উইকেট হারাল নিউজিল্যান্ড। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১২.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪০ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। ক্রিজে আছেন রস টেইলর (৬) ও ইলিয়ট (১)। এদিন উদ্বোধনী ওভারের তৃতীয় বলে সরাসরি বোল্ড করে ব্রেন্ডন ম্যাককালামকে সাজঘরে পাঠি
য়েছেন অসি বোলার মিশেল স্টার্ক। ১২তম ওভারে গ্লেন ম্যাক্সওয়েলের দ্বিতীয় বলে বোল্ড হয়ে মাঠ থেকে বিদায় নেন ওপেনার মার্টিন গাপটিল। অসি বোলারদের তোপে ৩৪ বলে ১৫ রানের বেশি করতে পারেননি তিনি। ১৩তম ওভারের দ্বিতীয় বলে জনসনের হাতে ফিরতি ক্যাচ দিয়ে মাঠ থেকে বিদায় নেন ওয়ানডাউনে খেলতে নামা কেন উইলিয়ামসন। ৩৩ বলে মাত্র ১২ রান করেন তিনি। রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ব্রেন্ডন ম্যাককালাম, কেন উইলিয়ামসন, রস টেইলর, গ্রান্ড ইলিয়ট, কোরি অ্যান্ডারসন, লুক রঞ্চি, ড্যানিয়েল ভেট্টরি, মাট হেনরি, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট। অস্ট্রেলিয়া একাদশ: অ্যারোন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মাইকেল ক্লার্ক, শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস ফকনার, ব্রাড হ্যাডিন, মিশেল জনসন, মিশেল স্টার্ক ও জস হ্যাজেলউড। জেডআই


No comments:

Post a Comment