Thursday, March 5, 2015

আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ বেনাপোল স্থলবন্দরে:Time News

আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ বেনাপোল স্থলবন্দরে যশোর করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ০৫ মার্চ, ২০১৫ ১৩:১২:৫৬ ভারতে হোলি উৎসবের কারণে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বাংলাদেশে এ বিষয়ে কোনো ছুটি না থাকায় বেনাপোল বন্দর এলাকায় পণ্য খালাস কার্য্যক্রম স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার (০৫ মার্চ) সকাল থেকে এ বাণিজ্য বন্ধ রয়েছে। এছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার
সকাল আটটা থেকে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে। বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কামরুজ্জামান প্রতিবেদককে জানান, বাণিজ্য বন্ধের বিষয়ে পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ আমাদের লিখিত ভাবে কিছু জানায়নি। তবে হোলি উৎসবের কারণে প্রতিবছর এদিনে ভারত থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকতে দেখা গেছে। বাংলাদেশে এ বিষয়ে কোনো ছুটি না থাকায় বেনাপোল বন্দর ও কাস্টমস খোলা রয়েছে। ইআর


No comments:

Post a Comment