Thursday, March 5, 2015

'কুইন অব টেরর-কুইন অব হরর খালেদা':Time News

'কুইন অব টেরর-কুইন অব হরর খালেদা' স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৫ মার্চ, ২০১৫ ১২:১২:৫২ খালেদা জিয়া আদালতের আইন ভঙ্গ করেছেন, তিনি আদালতে হাজির না হয়ে আরাফাত রহমান কোকোর ৪০ দিন উপলক্ষে মিলাদের নামে ভন্ডামি করছেন বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে ‘খালেদা জিয়ার রোষানলে পুড়ছে মানুষ পুড়ছে দে
শ, রুখে দাড়াও বাংলাদেশ’ শীর্ষক মানববন্ধন ও সমাবেশে তিনি এই মন্তব্য করেন। হাসান মাহমুদ বলেন, গত কিছু দিন আগে খালেদা জিয়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এর সাথে বৈঠক করেছেন, তারা আন্দোলনের নামে নাশকতা-সহিংসতা বন্ধের আহ্বান করেছেন, কিন্তু তিনি সহিংসতা অব্যাহত রেখেছেন। গতকাল তার পেট্রোলবোমা বাহিনী ১৪ দলের সমাবেশে বোমা হামলা করেছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি আরো বলেন, পৃথিবীতে যারা রাজনীতির নামে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করেছে  তারা কখনো প্রতিষ্ঠা লাভ করতে পারেনি, বিএনপি পারবেনা। জনগণ তাদের প্রতিহত করবেই। তিনি জানান, ঢাকা সিটি নির্বাচন করার জন্য এরই মধ্যে বিএনপির অনেক নেতাকর্মী আমাদের কাছে  যোগাযোগ করেছে । আমরা তাদের আহ্বান করেছি আপনাো এই নির্বাচনে শরীক হবেন। তিনি আরো বলেন, দেশব্যাপী হরতাল অবরোধের নামে সহিংসতা চালানোর দায়ে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে কুইন অব টেরর এবং কুইন অব হররে পরিনত হয়েছেন। আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সংসদ সদস্য হাজী সেলিম, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ। এমএম/ইআর  


No comments:

Post a Comment