Monday, February 16, 2015

লিবিয়ায় মিশরের বিমান হামলা:Time News

লিবিয়ায় মিশরের বিমান হামলা ইন্টারন্যাশনাল ডেস্ক টাইম নিউজ বিডি, ১৬ ফেব্রুয়ারি, ২০১৫ ১৪:৫৬:২২ মিশরের ২১ কপটিক খ্রিস্টানের শিরশ্ছেদের পর লিবিয়ার ইসলামিক স্টেটের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে মিশর। লিবিয়ার সৈকতে ওই শিরশ্ছেদের ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টার মাথায় সোমবার সকালে আইএসের শিবির, প্রশিক্ষণ স্থল এবং অস্ত্রাগারে মিশর হামলা চালায় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টিভি। এর আগে মিশরীয় স্বৈরশাসক আব
দেল ফাত্তাহ আল-সিসি বলেছিলেন, আইএসের বিরুদ্ধে জবাব দেয়ার অধিকার মিশরের রয়েছে। সোমবার মিশরীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়,  ‘খুনিদের রক্তপাতের প্রতিশোধ এবং বদলা নিতে’ বিমান হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, হামলায় অংশ নেয়া সব বিমান নিরাপদে ফিরে এসেছে। উল্লেখ্য, রবিবার জঙ্গিগোষ্ঠি ইসলামিক স্টেটের (আইএস)  অনুগতরা লিবিয়ার সাগর তীরে ২১ মিশরীয় খ্রিষ্টান ধর্মাবলম্বীর শিরশ্ছেদ করার একটি ভিডিও প্রকাশ করে। গত ডিসেম্বর ও জানুয়ারিতে লিবিয়ার উপকূলীয় শহর সার্তে থেকে এসব মিশরীয়কে অপহরণ করা হয়, যারা কাজের জন্য ইসলামিক স্টেটের নিয়ন্ত্রিত ওই এলাকায় গিয়েছিলেন। সূত্র: বিবিসি এসএইচ


No comments:

Post a Comment