রাজধানীতে বাসে ককটেল বিস্ফোরণ, আহত ৩ স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৪ ফেব্রুয়ারি, ২০১৫ ০৮:৫৯:১৬ রাজধানীর মোহাম্মদপুরে যাত্রীবাহী একটিবাসে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এতে মোজাম্মেল (২১), নুরুল ইসলাম (৬০) ও হিরা মিয়া (২৭) নামে তিন যাত্রী আহত হয়েছেন। শনিবার ভোর ৬টায় বেড়িবাঁধ লোহার গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক বলেন, ভোরে তারা সদরঘাট থেকে গাবতলীগামী একটি বাসে করে যাচ্ছিলেন। পথে মোহাম্মদপুর বেড়িবাঁধ লোহার গেট সংলগ্ন এলাকায় চলন্ত বাসে কে বা কারা ককটেল ছুড়ে মারেন। এতে ওই তিনজন আহত হন। বাসের অন্যান্য যাত্রীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তিনি আরও জানান, মোজাম্মেলের পিঠে ও হাতে স্প্লিন্টার বিদ্ধ হয়েছে, নুরুল ইসলামের ডান হাতের বাহুতে এবং হিরা মিয়ার মুখে আঘাত লেগেছে। কেএইচ
No comments:
Post a Comment