
্যাজিস্ট্রেট আতিকুর রহমান বেলা ১১টায় মামলার শুনানির সময় ধার্য করেন। মামলার অপর তিন আসামি হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা ড. এমাজউদ্দিন আহম্মেদ ও ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। গত ৫ জানুয়ারি থেকে চলমান বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধে এ পর্যন্ত ৪২ জনকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগে এ মামলা হলো। বাদী পক্ষের আইনজীবী রওশন আরা সিকদার ডেইজি বলেন, দণ্ডবিধি ৩০২, ১০৯ ও ১২০ (বি) ধারায় এই মামলাটি দায়ের করা হয়েছে। এর আগে রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল ছুঁড়ে মানুষ মারা ও কুমিল্লায় পেট্রোল বোমার অপর এক ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা হয়। এএইচ
No comments:
Post a Comment