অবরুদ্ধের পঞ্চম দিনে খালেদা, কড়াকড়ি আগের মতোই স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৮ জানুয়ারি, ২০১৫ ১১:০৯:৪৯ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার ৫ম দিনের মতো অবরুদ্ধ হয়ে আছেন। তার কার্যালয় ঘিড়ে পুলিশের কড়াকড়ি অবস্থান আগের মতোই রয়েছে। বৃহস্পতিবার সকালেও কার্যালয়ের বাইরের গেট তালাবদ্ধ রয়েছে। পাশা-পাশি সড়কে বাধাঁ সৃষ্টির জন্য পুলিশের জলকামান ও পিকআপও রাখা হয়েছে। কার্যালয়ের সামনের সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য রাখা বালু ও ইট ভর্তি ট্রাকগুলো সরিয়ে নেয়া হলেও খালেদা জিয়ার বাইরে বের হওয়ার পথ আগের মতো অবরুদ্ধ করে রাখা হয়েছে। কার্যালয় থেকে বের হয়ে ডান বা বাঁয়ে কোনো দিকেই যাওয়ার উপায় নেই। বের হয়ে বাঁ দিকে যাওয়ার রাস্তায় আড়া-আড়িভাবে পুলিশের একটি জলকামান রাখা হয়েছে। আর ডান দিকে যাওয়ার পথে দুটি পুলিশ ভ্যান আড়াআড়িভাবে রাখা হয়েছে। ৫ জানুয়ারির সমাবেশে যোগ দেয়া থেকে বারণ রাখতে খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। যদিও সরকার বলছে তিনি অবরুদ্ধ নন, চাইলে পুলিশের নিরাপত্তা নিয়ে বাসায় ফিরে যেতে পারেন। এমকে
No comments:
Post a Comment