রিমান্ড-জামিন নাকচ, ইটিভি চেয়ারম্যানকে জেলগেটে জিজ্ঞাসাবাদ নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: বেসরকারি টেলিভিশন চ্যানেল ইটিভির চেয়ারম্যান আবদুস সালামের রিমান্ড ও জামিন নাকচ করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদলত। বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর হাকিম মেহেরনিগার সূচনার আদালত এই আদেশ দেয়। এর আগে আবদুস সালামকে আদালতে হাজির করে তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার এসআই বেনজির আহমেদ। গত সোমবার রাত সাড়ে তিনটার দিকে কারওয়ান বাজার ইটিভির কার্যালয় থেকে বাসায় ফেরার পথে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার খোরশেদ আলম জানান, অশালীন ছবি প্রচারের অভিযোগ এনে কানিজ ফাতেমা নামে এক নারী ২৬ নভেম্বর পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। এ অভিযোগে আবদুস সালামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মন্তব্য
No comments:
Post a Comment