Saturday, January 3, 2015

সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: ড. কামাল:Time News

সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: ড. কামাল স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০২ জানুয়ারি, ২০১৫ ১৭:০০:০৭ বিশিষ্ট আইনজীবী ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, ‘ যারা রাষ্ট্র পরিচালনা করছে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। নাগরিকদের কথার কোনো মূল্য তাদের কাছে নেই। জনগণের কথা শোনার ক্ষমতা তারা হারিয়ে ফেলেছে।’ ক্ষমতাসীনরা ভুল করেও মুখ খুলছে না মন্তব্য করে কামাল হোসেন বলেন, ‘আমি বলছি না আপনারা পদত্যাগ করুন। আমি
বলছি আপনারা মুখ খুলুন। মুখ খুলে সমস্যার সমাধান করুন।’ ড. কামাল হোসেন আদালতের সব রকম অনিয়ম বন্ধে তদন্তের জন্য প্রধান বিচারপতিকে চিঠি দেবেন বলে জানিয়েছেন। চিঠির কী উত্তর পাবেন সেটাও আবার জানাবেন তিনি। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘৪৩তম বিজয় দিবস ও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদ সংগঠন। এতে ড. কামাল হোসেন বলেন, সর্বোচ্চ আদালতের দেড় শ’ বছরের ঐতিহ্য রয়েছে। অনেক সুনাম অর্জন করেছিল আদালত। সেটা নিয়ে আমাদের গর্বও অনেক। সে আদালতকে যদি রক্ষা করতে না পারি, স্বাধীনতা অর্থহীন হবে। সরকারের বিরুদ্ধে আদেশ চেয়ে না পেলে স্বাধীনতা অর্থহীন হবে। কোর্ট খুলবে আগামী ৫ তারিখ। আমি সেদিন যাবো। ভবিষতেও যত আদালত অবমাননার শুনানি হবে সব কয়টিতে যাবো। কেননা, অবমাননার জন্য যারা প্রশ্রয় দিচ্ছে সেটা সবচেয়ে বড় অবমাননা। তিনি বলেন, সেদিন লিখিত আকারে চিঠি দিবো প্রধান বিচারপতিকে। যে অন্তত ১০ জন প্রধান বিচারপতি বেঁচে আছেন। তাদের নিয়ে কমিটি করে তদন্ত করতে হবে। প্রধান বিচারপতির প্রতি অনুরোধ রাখছি কথায় কথায় ভুল বুঝবেন না। চিঠিটা দিচ্ছি আশা করি দুই লাইনে উত্তর পাবো। ৫৫ বছর আইনের শাসনের জন্য সেবা করছি। অনুরোধ রাখার অন্তত সুযোগটা দেবেন। দুই লাইনের যে চিঠিটা দেব আশা করি উত্তর পাওয়া যাবে। যে তদন্ত করতে পারবেন না, অথবা বিবেচনা করবেন। মানবাধিকার বিষয়ে তিনি বলেন, জনগণ ক্ষমতার অধিকারী। এটা তো বাদ দেওয়া যায় না। তাই অসহায় বোধ করার কোনো কারণ নেই। সরকারের লোকরা ক্ষমতার মালিক এমন মনে করতে পারেন। কিন্তু দুর্বল করে রাখার অপচেষ্টা থেকে বাঁচতে হবে। তাই ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে। বলতে হবে আমি এই দেশের মালিক। এই ক্ষমতা আমাদেরই রক্ষা করতে হবে। তিনি বলেন, প্রতিটি সরকারেই কালা-বোবা লোক থাকে। তবে সবাই কালা-বোবা হয় না। এই সরকারের সবাই কালা-বোবা না। শিশু জিহাদ নিহত হওয়ার ঘটনাকে সরকারের ব্যর্থতা আখ্যা দিয়ে প্রবীণ এ আইনজ্ঞ আরো বলেন, আল্লাহ মানুষের মুখ দিয়েছেন কথা বলার জন্য। আপনারা কালা-বোবা না থেকে কথা বলেন। ব্যর্থতার কথা বলেন। আর আমাদের মতো যাদের দূরে সরিয়ে দিয়েছেন তাদের কথাগুলো শুনুন যুক্তিযুক্ত কিনা। যুক্তি থাকলে তা মানুন। আর যেসব সংসদ সদস্যরা মনে করেন আপনাদের সঙ্গে সরকারের মিলছে না, তারা সরে দাঁড়ান। আপনাদের ১৬ কোটি মানুষের কথা শুনতে হবে। মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যান মো. নুরুল হুদা মিলু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সাবেক সদস্য সদস্য গোলাম মওলা রনি, ব্যারিস্টার মেজর (অব.) সারোয়ার হোসেন, সাংবাদিক কাজী সিরাজসহ অন্যান্য নেতৃবৃন্দ। জেআই


No comments:

Post a Comment