
তাধিক নেতাকর্মী। রংপুরে গ্রেফতার ৩১: সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত রংপুরে বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ ৩১ জনকে গ্রেফতার করেছে রংপুর জেলা পুলিশ। জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম জানান, নাশকতার আশঙ্কায় এদের সবাইকে গ্রেফতার করা হয়েছে। লক্ষ্মীপুরে আটক ২৫: এ দিকে নাশকতার অভিযোগে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ২৫ নেতা-কর্মীকে আটক করেছে বলে জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়। মঙ্গলবার সকাল ১০টায় জেলা শহরের মিয়া রাস্তার মাথা নামক স্থানে টায়ারে অগ্নিসংযোগ করে ঢাকা-রামগতি সড়ক অবরোধ করে জোটের নেতা-কর্মীরা। একই সময় মজু চৌধরী হাট সড়কে একটি অটোরিকশা ভাঙচুর করে তারা। এছাড়া শহরের আলিয়া মাদ্রাসার সামনে, বিসিক শিল্প এলাকা, বাস টার্মিনালে বিক্ষোভ মিছিল ও সড়কে পেট্রোল ঢেলে আগুন দেয় অবরোধ সমর্থনকারীরা। বিশেষ অভিযান চালাতে গিয়ে গাইবান্ধায় ৮ পুলিশ আহত: গাইবান্ধার সুন্দরগঞ্জে বিশেষ অভিযানে যাওয়ার সময় পুলিশের একটি গাড়িতে আরেকটির ধাক্কায় এক এসআইসহ আটজন আহত হয়েছেন। সুন্দরগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, রাত ৯টার দিকে একটি রিকুইজিশন করা ‘ম্যাজিক গাড়ি’ ( পিক-আপ ভ্যানে ছাউনি দিয়ে যাত্রী পরিবহন করা হয়) ও থানার পিক-আপে করে পুলিশ সদস্যরা জামায়াত-শিবির অধ্যুষিত উপজেলার ডোমেরহাট এলাকায় বিশেষ অভিযানে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় সামনের ভ্যানটি হঠাৎ থেমে গেলে পেছন থেকে ম্যাজিক গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুই গাড়িতে থাকা আটজন আহত হন। আহতরা হলেন এসআই আব্দুল জলিল, পুলিশ কনস্টেবল ধলু মিয়া, আতাউর রহমান, আবু বক্কর ও রাসেল মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের নাম জানা যায়নি। চট্টগ্রামে আটক ১১: চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১১ কর্মীকে আটক করেছে জেলা পুলিশ। জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, চট্টগ্রামের সাতকানিয়া, সীতাকুণ্ড এবং লোহাগাড়া উপজেলায় রাতভর অভিযানে নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়াতের ১১ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। খুলনায় পুলিশের অভিযান, আটক ৩৪: সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত খুলনা মহানগরীর ৮ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ ৩৪ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু বিষয়টি নিশ্চিত করেন। মানিকগঞ্জে আটক ১০: জেলা বিশেষ শাখার (ডিএসবি) এসআই আব্দুল বাতেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মানিকগঞ্জ সদর উপজেলা থেকে চারজন, শিবালয় থেকে দুইজন, সিংগাইর থেকে তিনজন এবং দৌলতপুর থেকে একজনকে আটক করা হয়। গাজীপুরে আটক ৫: গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার ইন্সপেক্টর (ডিআইও-১) সিরাজুল ইসলাম জানান, নাশকতা সৃষ্টি করতে পারে এমন অভিযোগে পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে জয়দেবপুর থানা এলাকা থেকে তিনজন এবং টঙ্গী থানা এলাকা থেকে দুইজন জামায়াত-বিএনপি কর্মীকে আটক করেছে। সুনামগঞ্জে আটক ২৩: সুনামগঞ্জের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে অবরোধে নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকসহ ২৩ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ সুপার মো. হারুন অর রশিদ জানান, নিয়মিত অভিযানে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। রাজশাহীতে আটক ৪: রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, জেলার চারঘাট, মোহনপুর ও গোদাগাড়ী থেকে জামায়াত-বিএনপি’র চার কর্মীকে আটক করা হয়েছে। দিনাজপুরে গ্রেফতার ৫: দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতার মামলায় জামায়াত-শিবিরের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহজাহান আলী জানান, গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াতের একজন ও শিবিরের চারজন কর্মী রয়েছে। ইআর
No comments:
Post a Comment