Saturday, January 3, 2015

বিএনপি-জামায়াত কর্মীসহ আটক ১২৫:Time News

বিএনপি-জামায়াত কর্মীসহ আটক ১২৫ টাইম ডেস্ক টাইম নিউজ বিডি, ০৩ জানুয়ারি, ২০১৫ ১১:০৫:৪০ যশোরে বিএনপি-জামায়াতের ৫১ কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতভর জেলার আটটি উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এছাড়া বগুড়ায় বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ ৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে। যশোর জেলা পুলিশের মুখপাত্র এএসপি রেশমা শারমীন জানান, আটক ব্যক্তিদের মধ্যে বিএনপির চারজন, জামায়াতের ৪৫ জন ও শ
িবির দুই কর্মী রয়েছে। শনিবার দুপুরের মধ্যে তাদের আদালতে পাঠানো হবে। পুলিশের অন্য একটি সূত্র জানায়, ৫ জানুয়ারি আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। এদিকে বগুড়ায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-বিএনপির ১১ নেতাকর্মীসহ ৭৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।   জেলার বিভিন্ন থানায় শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।   গ্রেফতারদের মধ্যে সদর থানায় ৩১, শিবগঞ্জে ৫, সোনাতলাতে ৩, গাবতলীতে ৩, সারিয়াকান্দিদে ৫, ধুনটে ৫, শেরপুরে ৬, নন্দীগ্রামে ৩, আদমদীঘিতে ৪, দুপচাঁচিয়ায় ১, কাহালুতে ১, শাজাহনপুর থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়।   বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) গাজিউর রহমান জানান, জেলার ১২টি জেলায় শুক্রবার সকাল ৬টা হতে শনিবার সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার আসামি বলে তিনি জানান। জেএ


No comments:

Post a Comment