Saturday, January 3, 2015

সমাবেশের অনুমতির জন্য ডিএমপিতে বিএনপি প্রতিনিধিদল:RTNN

সমাবেশের অনুমতির জন্য ডিএমপিতে বিএনপি প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: ৫ জানুয়ারির সমাবেশের অনুমতির জন্য বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে গিয়েছে। শনিবার বেলা ১২টার কিছু আগে তারা সেখানে যান। তিন সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন বিএনপির প্রচার সম্পাদক জয়নাল আবদীন ফারুক। দলে আরো রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু। আগামী ৫ জানুয়ারি ঢাকার কয়েকটি স্থানে সমাবেশ
করার অনুমতি চেয়ে তারা প্রশাসনকে জানিয়েছেন যে, শান্তিপূর্ণভাবেই তারা সমাবেশ করবেন। তবে ডিএমপির পক্ষ থেকে এখনো তাদের অনুমতি প্রদান করা হয়নি বলে জানা গেছে। দলীয় সূত্রে জানা গেছে, ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী  উদ্যান, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখ এবং মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করেছে বিএনপি। এখন ডিএমপির পক্ষ থেকে কোন স্থানে অনুমতি দেওয়া হয় তারই অপেক্ষায় রয়েছে দলটি। মন্তব্য      


No comments:

Post a Comment