
্রধান ফটকসহ অন্য ফটকটিতেও তালা দেয় পুলিশ। এদিকে ৩দিন পর কার্যালয়ের তালা খুলে দিলেও এখনো ভেতরে রয়েছেন খালেদা জিয়া। তার সঙ্গে রয়েছেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, কার্যালয়ে কর্মকর্তা এম এ কাইয়ুম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার, শামসুল আমীন ডিউক। এ ছাড়া অফিস সহকারী ও চেয়ারপারসনের নিরাপত্তা স্কোয়াডের সদস্যরা রয়েছেন। ৫ জানুয়ারির কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়াকে কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়। শনিবার রাত ১২টা থেকে তিনি গুলশানের দলীয় কার্যালয়ে পুলিশের ব্যারিকেডে অবরুদ্ধ হয়ে আছেন। সন্ধ্যার পর তিনি অফিসে আসলেও রাত ১২টার দিকে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদকে দেখতে পল্টনের দলীয় কার্যালয়ে যেতে চাইলে পুলিশ সদস্যরা তাকে কার্যালয়ের মূল ফটকের ভিতরে আটকে দেয়। এর পর তিনি বাসায় যেতে চাইলেও পুলিশ তার নিরাপত্তার অজুহাতে পুলিশি প্রহরায় যেতে বলে। এতে খালেদা জিয়া বাসায় না গিয়ে গুলশান কার্যালয়েই অবস্থান করেন। এমএইচ/ এআর
No comments:
Post a Comment