Thursday, January 8, 2015

তারেকের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ঘোষণাকারী বিচারপতির বাড়িতে আগুন :Natun Barta

ফেনী: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারির আদেশ দেয়া হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হকের ফেনীর গ্রামের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ফলে হতাহতের ঘটনা ঘটেনি।   বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার দলিয়া গ্রামের বাড়িতে এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, ভোরে বিচারপতি কাজী রেজাউল হকের দলিয়া গ্রামের বাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়ির কিছু অংশ পুড়ে য
ায়। তবে ওই বাড়িতে কেউ ছিলেন না।   কাজী রেজাউল হকসহ তার পরিবারের সদস্যরা সবাই ঢাকায় থাকেন। বুধবার তারেক রহমানের বক্তব্য বাংলাদেশের গণমাধ্যমে প্রচার না করার নির্দেশনা চেয়ে দায়ের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের  হাইকোর্ট বেঞ্চ।   নতুন বার্তা/জিহ      


No comments:

Post a Comment