Sunday, January 18, 2015

দেশব্যাপী ধরপাকড় অব্যাহত:Time News

দেশব্যাপী ধরপাকড় অব্যাহত টাইম ডেস্ক টাইম নিউজ বিডি, ১৭ জানুয়ারি, ২০১৫ ১৩:৩৫:০৯ ২০দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে ও সব ধরনের নাশকতা এড়াতে সারাদেশে ধরপাকড় অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। নোয়াখালী: নোয়াখালীতে অভিযান চালিয়ে বিএনপির ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরি
চালনা করা হয়। আটকদের সবাই বিএনপির নেতাকর্মীর বলে জানা গেছে। তবে তাদের বিস্তারিত নামপরিচয় জানা যায়নি। জেলা পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। চট্টগ্রাম: চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে জামায়াত-শিবির ও বিএনপির ৮ কর্মীকে আটক করেছে পুলিশ। বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অবরোধের মধ্যে শুক্রবার রাতভর পুলিশ এ সাঁড়াশি অভিযান চালিয়েছে। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাইমুল হাছান বলেন, অবরোধের মধ্যে সহিংসতা মোকাবেলায় বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। অভিযানে ৮ জন আটক হয়েছেন। এদের মধ্যে অনেকেই বিভিন্ন সহিংসতার মামলার আসামি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযানে ৪ জন জামায়াত, ১ জন শিবির এবং ৩ জন বিএনপি কর্মী আটক করা হয়েছে। মিরসরাই, পটিয়া, সাতকানিয়া এবং লোহাগাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেছে বলে সূত্র জানিয়েছে। তাদের বিভিন্ন সহিংসতার মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে সোপর্দ করা হবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। চাঁদপুর: চাঁদপুরে বিএনপি-জামায়াতের ১০ কর্মী আটক করেছে পুলিশ। অবরোধে নাশকতা চেষ্টার অভিযোগে শুক্রবার রাত থেকে শনিবার সকাল সোয়া ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ৯জন বিএনপি ও ১জন জামায়াত কর্মী রয়েছে। পুলিশ জানায়, চলতি অবরোধ চলাকালীন সময়ে আটকরা বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুরসহ নাশকতামূলক কার্যক্রম চালিয়েছে এবং নাশকতা চালানোর পরিকল্পনা করছিল। এ কারণে অভিযান চালিয়ে চাঁদপুর সদর, হাজীগঞ্জ, কচুয়া, ফরিদগঞ্জ ও মতলব উত্তর থেকে তাদের আটক করা হয়। চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর বিষয়টি নিশ্চিত করেছেন। খুলনা: খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) বিএনপি ও জামায়াত-শিবিরের তিন জনসহ মোট ২১ জনকে আটক করেছে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত মহানগরীর ৮ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরমধ্যে, বিভিন্ন অপরাধে নিয়মিত মামলার আসামি ১৮ জন এবং বিএনপি ও শিবিরের সন্দেহভাজন ৩ জন রয়েছেন। এছাড়া, অভিযানে আড়ংঘাটা থানা এলাকা থেকে ২টি পাইপ গান, ২টি ককটেল, ৬টি গুলি এবং খুলনা সদর থানা এলাকা থেকে ১টি রাম দা ও ৪টি গুলি উদ্ধার করেছে পুলিশ। খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। রাজবাড়ী: চলমান অবরোধে নাশকতা চেষ্টার অভিযোগে রাজবাড়ী বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানায়। আটককৃতরা হলেন- বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বিএনপি সভাপতি খন্দকার ইজাজুল হক মনা (৫২), বালিয়াকান্দি সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক ও শালমারা ১নং ওয়ার্ডের মেম্বার মহসিন খান (৪২), কালুখালী উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম শাহাদত (৪৫), পাংশা উপজেলার বিএনপি কর্মী মো. সিরাজুল ইসলাম (৫৪) ও মো. আফছার মন্ডল (৬০)। পুলিশ জানায়, শনিবার রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। এই বিক্ষোভ মিছিল থেকে তারা নাশকতা সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে এই জন্য তাদেরকে আটক করা হয়েছে। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শামা মো. ইকবাল হায়াত, পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাশার ও কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরে আলম ফকির পাঁচজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এ দিকে বিএনপি নেতা-কর্মীদের আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং তাদেরকে মুক্তির দাবি করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী রহমান মানিক। রংপুর: রংপুর জেলা ও মহানগর বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে বিএনপি-জামায়াতসহ ৫৭ জনকে আটক করেছে পুলিশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার কার্যালয়ে ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদে এবং দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরসহ সকল নেতাদের মুক্তির দাবিতে এই হরতাল ডাকে ২০ দল। শনিবার হরতাল চলাকালে সকল দোকান পাট ও ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ঢাকাগামীসহ সকল দূরপাল্লার রুটে যান চলাচল বন্ধ রয়েছে। তবে নগরীতে রিকশা, ইজিবাইক ও সল্প সংখ্যক যান চলাচল করছে। হরতালের সমর্থনে এখন পর্যন্ত বিএনপির কোনো নেতাকর্মীকে মিছিল কিংবা পিকেটিং করতে দেখা যায়নি। তবে নগরজুড়ে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। রংপুর কোতোয়ালি থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানায়, ২০ দলের ডাকা হরতাল নিরুত্তাপ চলছে। নাশকতার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে ১৫ বিএনপি, তিন জামায়াত-শিবিরসহ ৫৭ জনকে আটক করেছে। সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতের সেক্রেটারিসহ ২০দলীয় জোটের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলো- কামারখন্দ উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল মান্নান জুড়ান, সলঙ্গা থানা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর মোল্লা, ছাত্রদল নেতা সুমনসহ সাতজন। জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম জামায়াতের দুই নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। সলঙ্গা থানার অফিসার ইন চার্জ (ওসি) রেজাউল হক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। দিনাজপুর: ২০দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধে নাশকতা মূলক কর্মকাণ্ড এড়াতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের ৮ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিনগত গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত সহকারী উপ পরিদর্শক (এএসআই) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। দিনাজপুর পুলিশ সুপার রুহুল আমিন জানান, ২০দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধে নাশকতা মূলক কর্মকাণ্ড এড়াতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ৮ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৬জন বিএনপি ও দু’জন জামায়াতের সদস্য বলে জানান তিনি। কেএইচ


No comments:

Post a Comment