
লে আন্তর্জাতিক অটিজম ও অর্থপেডিক সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে সম্মেলনে তিনি বলেন, ‘অটিজম সমস্যা সমাধানে বাংলাদেশ বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশের এ সমস্যা মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে। অটিজম আক্রান্ত শিশুকে সেই পরিবেশ সৃষ্টি করে দিতে হবে।’ এ সময় মন্ত্রী ইউকে মেডিকেল এ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান। সভাপতির বক্তব্যে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বলেন, ‘বাংলাদেশে অটিজমের বিপ্লবাত্মক পরিবর্তন হয়েছে প্রধানমন্ত্রীর কন্যা পুতুলের জন্য। এখানে অটিজমে আক্রান্তদের অভিভাবক নিয়ে ফোরাম করা হয়েছে। প্রায় প্রতিমাসে ফোরামের সেমিনার অনুষ্ঠিত হয়।’ তিনি বলেন, ‘অটিজমে আক্রান্তরা যেন সমাজে বৈষম্যের শিকার না হয়, সে জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।’ সেমিনারে বিশেষ অতিথি ছিলেন- জাতীয় অধ্যাপক শাহেলা খাতুন, বিএমের ইউকে চ্যাপ্টারের সভাপতি অধ্যাপক মোহাম্মদ হাসান, বিএমের মহাসচিব ডা. ইকবাল আর্সলান ও ইউকে মেডিকেল এ্যাসোসিয়েশনের নেতারা। সচিবালয়ে রবিবার বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানিয়েছিলেন, দেশের সর্বনিম্ন মুদ্রা হবে ৫ টাকা। বাজারে প্রচলিত এক টাকা ও দুই টাকার মুদ্রা ও কাগুজে টাকার প্রচলন থাকবে না। এএইচ
No comments:
Post a Comment