Monday, January 19, 2015

সংকট-মুক্তির জন্য প্রয়োজন জাতীয় সংলাপ: ড. কামাল:RTNN

সংকট-মুক্তির জন্য প্রয়োজন জাতীয় সংলাপ: ড. কামাল নিজস্ব প্রতিবেদক আর টিএনএন ঢাকা: জনসমর্থনহীন সরকার দিয়ে দেশ চলতে পারে না বলে মন্তব্য করেছেন সংবিধান প্রণেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, ক্ষমতায় টিকে থাকার জন্য একদল প্রকাশ্যে গুলির নির্দেশ দিচ্ছে অপরদিকে অন্য দল ক্ষমতায় আসার জন্য পেট্রোল বোমা হামালা  এবং নাশকতা করছে। এই সংকটময় পরিস্থিতি থেকে মুক্তির জন্য জাতীয় সংলাপ প্রয়োজন।  
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণফোরাম, নাগরিক ঐক্য, জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির যৌথ আয়োজনে ‘সভা সমাবেশসহ গণতান্ত্রিক অধিকার নিশ্চিত, জানমাল রক্ষা, সহিংসতা বন্ধের দাবিতে মানব বন্ধনে তিনি এ মন্তব্য করেন।   সরকারের উদ্দেশ্যে ড. কামাল বলেন, সংবিধান রক্ষার কথা বলে আপনারা নির্বাচন করেছেন কিন্তু নির্বাচনের পর বিভিন্ন সময় আপনাদের বিভিন্ন মন্ত্রী বলেছেন আমরা পাঁচ বছর ক্ষমতায় থাকব। যে সংবিধানের কথা বলে আপনারা নির্বাচন করেছেন সেই সংবিধান আপনারা নিজেরাই ভুলে গেছেন।   তিনি বলেন, বিজিবি প্রধান গুলি করার যে নির্দেশ দিয়েছেন তা সাংবিধানিক আদেশ হতে পারে না। যে পুলিশ বাহিনী মুক্তিযুদ্ধের  সময় যুদ্ধ করেছে সেই পুলিশ বাহিনীই জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জনগণের বিরুদ্ধে পুলিশি অবস্থান কুশাসনের ফলে সৃষ্টি হয়। দেখা মাত্র গুলি, গণগ্রেপ্তার থেকে জনগণ মুক্তি চায় বলেও মন্তব্য করেন তিনি। জিএসডির সভাপতি আ.স.ম আব্দুর রব বলেন, সারা দেশ  থেকে আজ ঢাকা বিচ্ছিন্ন। এইভাবে দেশ চলতে পারে না। তিনি আরো বলেন. রাজাকার যেমন কখনো মুক্তিযোদ্ধা হতে পারে না তেমনিভাবে আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক দল হতে পারে না । দেশে যে সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা নিরসনের দায়িত্ব সরকারের, এমন মন্তব্য করে নাগরিক ঐক্যর আহব্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, এই সংকটময় পরিস্থিতি ৭ দিনের মধ্যে নিরসন না হলে আপনারা দয়া করে পদত্যাগ করুন। তিনি আরো বলেন,  সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ৮১০ টি ট্রাক দিয়ে নিরাপত্তা দেওয়া হচ্ছে, তাহলে তো প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য ৩০-৪০টি ট্রাক প্রয়োজন।  নিরাপত্তার নামে এ কেমন ভণ্ডামী চলছে?   মানববন্ধনে  আরো উপস্থিত ছিলেন ডাকসু সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মুনসুর, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, নাগরিক ঐক্যর উপদেষ্টা এস এম কামাল প্রমুখ। মন্তব্য      


No comments:

Post a Comment