Monday, January 26, 2015

আলোচনায় বসতে দুই নেত্রীকে এরশাদের চিঠি:RTNN

আলোচনায় বসতে দুই নেত্রীকে এরশাদের চিঠি নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: দেশের চলমান সহিংসতা বন্ধে সংলাপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিঠি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।   রবিবার সন্ধ্যায় এরশাদের পক্ষ থেকে দুই নেত্রীর কাছে চিঠি পৌঁছে দেয়া হয়। চিঠিতে তিনি চলমান রাজনৈতিক সহিংসতা ও সংকট নিরসনে জাতীয় কনভেনশনের আহ্
বান জানিয়েছেন। এ লক্ষ্যে এরশাদের সই করা একটি চিঠি বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে পৌঁছে দেওয়া হচ্ছে। রবিবার সন্ধ্যায় এই চিঠি বিতরণ শুরু হয়েছে। প্রথমেই চিঠি বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়। এরশাদের এই চিঠি খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাসের কাছে পৌঁছে দেন জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল। আহমেদ জুয়েল এই চিঠি পৌঁছে দেওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচন কমিশন নিবন্ধিত ৪২টি রাজনৈতিক দলকে এই চিঠি পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে। জুয়েল জানান, প্রথমে বিএনপি এবং এর পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আওয়ামী লীগ কার্যালয়ে চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। অন্যান্য রাজনৈতিক দলকে সোমবারের মধ্যে পৌঁছে দেওয়া হবে। অন্যদিকে, বিএনপির পক্ষ থেকেও চিঠি পাওয়ার কথা নিশ্চিত করা হয়েছে। চিঠিতে সাবেক এই স্বৈরশাসক বলেছেন, ‘আসুন আমরা এই নষ্ট রাজনীতিকে না বলি। সর্বসম্মতভাবে আমাদের রাজনৈতিক সংস্কৃতি নতুন করে প্রণয়ন করি।’ চিঠিকে তিনি আরো লিখেছেন, ‘আজকে যারা রাজনীতিতে আছেন তাদের মধ্যে মনে হয় বয়সে আমিই প্রবীণ। হয়তো আমার রাজনৈতিক অভিজ্ঞতার চেয়ে অনেকের রাজনৈতিক অভিজ্ঞতা বেশি আছে। তথাপিও বয়সের দিকে বিবেচনা করে আমি সকল রাজনৈতিক দলের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে যে আসুন আমরা রাজনৈতিক সংস্কৃতি নির্ধারণে একত্রে মিলিত হই।’ মন্তব্য      


No comments:

Post a Comment