রিজভীসহ ৩ বিএনপি নেতার জামিন স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১১ মে, ২০১৫ ০৯:২২:২৬ আলাদা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের তিন নেতাকে জামিন দিয়েছে হাই কোর্ট। রোববার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ তাদের পৃথক জামিন আবেদন শুনে এ আদেশ দেয়। রিজভীর সঙ্গে জামিন পেয়েছেন দলের মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসিরউদ্দিন আহমেদ অসীম ও নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার কায়
সার কামাল। আদালতে বিএনপি নেতাদের পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন, মো. আসাদুজ্জামান ও মীর হেলাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল ফজলুর রহমান খান ও সহকারী অ্যার্টনি জেনারেল আবদুল খালেক। নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে ২৪ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় ও ২৬ জানুয়ারি বাড্ডা থানায় করা পৃথক মামলায় রুহুল কবির রিজভীর জামিন আবেদন করা হয়। আদালত রিজভীর ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন বলেন জানান সহকারী অ্যার্টনি জেনারেল আবদুল খালেক। গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ১৭ জানুয়ারি ও ৩ ফেব্রুয়ারি ধানমন্ডি থানায় করা পৃথক দুই মামলায় নাসির উদ্দিন অসীম আগাম জামিনের আবেদন করে। আর গাড়ি পোড়ানোর অভিযোগে নেত্রকোণার দূর্গাপুর থানায় ১১ ফেব্রুয়ারি পুলিশের করা এক মামলায় কায়সার কামাল আগাম জামিনের আবেদন করে। এমকে
No comments:
Post a Comment